৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

রাইজিংবিডির বর্ষাসেরা প্রতিবেদক তারেককে আরইউসির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় অনলাইন পত্রিকা রাইজিংবিডি ডটকম-এর বর্ষসেরা প্রতিনিধি হিসেবে পুরুস্কৃত হওয়ায় ওই পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি তারেকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার (আরইউসি)। তিনি আরইউসির যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার।

রোববার (২৯ জানুয়ারি) রাত ৮টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র (আরইউসি) সভাপতি এইচএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, নির্বাহী সদস্য মুহিবুল্লাহ মুহিব, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরিদ, সদস্য সাইদুল ফরহাদ, এনএ সাগরসহ অনেকে।

সংগঠনের সভাপতি নজরুর ইসলাম বলেন, ‘বর্তমানে মফস্বল পর্যায়ের সাংবাদিকরা পিছিয়ে নেই। জাতীয় পর্যায়ের সাংবাদিকরা নির্দিষ্ট বিটে সাংবাদিকতা করলেও মফস্বলের সাংবাদিকরা সকল বিটের সংবাদ পরিবেশন করে থাকে। ফলে সংবাদের পেছনে তাদের কঠোর পরিশ্রম করতে হয়। সততা, নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আমাদের সহকর্মীকে তার হাউজ সঠিক মূল্যায়ন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। রাইজিংবিডির মতো প্রতিটি প্রতিষ্ঠান যেন তাদের প্রতিনিধিকে মূল্যায়ন করে সেই প্রত্যাশা রইলো।’

মূল ধারার সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র কাছ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ইউনিটির সকল সহকর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেকুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।