৬ নভেম্বর, ২০২৫ | ২১ কার্তিক, ১৪৩২ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

যুগান্তরের সাংবাদিক জসিমের বিরুদ্ধে করা আলোচিত মামলাটি খারিজ

নিজস্ব প্রতিবেদক:
সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে করা আলোচিত ৫০ কোটি টাকার মানহানি মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।
বুধবার (২৯ মে) চীফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব মামলাটি খারিজ করে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক জসিম উদ্দিনের আইনজীবী এডভোকেট মোর্শেদুজ্জামান।
জমি দখলের সংবাদের জেরে গত বছরের ১৬ আগস্ট ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। একই ঘটনায় কক্সবাজারে পৃথক ৫০০ কোটি টাকার আরেকটি মানহানি  মামলা করলেও শেষ পর্যন্ত সেটি প্রত্যাহার করে নেন বাদী একরামুল হুদা।
গত বছরের ১০ আগস্ট ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড : কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল’ শিরোনামে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন পত্রিকায় ছাপা হয়। ওইসময় কক্সবাজারে ৭১ ইউনিয়নের মধ্যে ৬০ ইউনিয়ন বন্যাদুর্গত ও (শোকের মাস) আগস্ট হওয়ার কারনে সংবাদটি দেশব্যাপী আলোচনার জন্ম দেন। এমন কি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তদন্ত করা হয়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু মামলাটির আরজিতে কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনকে এক নম্বর এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলমকে দুই নম্বর আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাইফুল আলমকে বাদ দিয়ে জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী।
এ বিষয়ে সাংবাদিক জসিম উদ্দিন বলেন,শতভাগ সত্য নিউজ করার পরও আমার নামে হয়রানিমূলক মামলাটি করা হয়। তিনি বলেন,আদালত কর্তৃক সমন জারির পর আমি জামিন নিয়েছি এবং নিয়মিত আদালতে হাজির ছিলাম। কিন্তুু মামলার বাদী স্বেচ্ছাসেবক লীগ নেতা আফজালুর রহমান বাবু  নিজেও হাজির হননি এবং আইনজীবীদের মাধ্যমে অভিযোগও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন।
কিন্তু বার বার আদালতে সময়ের আবেদন করে সময় ক্ষেপণ করেছেন। এক পর্যায়ে আমার আইনজীবীএডভোকেট মোর্শেদুজ্জামান আদালতে হয়রানিমূলক মামলাটি খারিজ এর আবেদন করেন। আদালত তাদেরকে দুই দফায় আরও দুই মাসের সময় দেন। এরপরও তারা মামলাটির পক্ষে কোন ধরনের কাগজপত্র দাখিল করতে না পারায় আদালত মামটি খারিজ করে দেন। বিষয়টিকে সত্যের জয় হিসেবে দেখছেন সাংবাদিক জসিম উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।