১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

মোবাশ্বেরের ঘুম ভাঙ্গে ‘আতংকে’

নিজস্ব প্রতিবেদক:

হোটেল- মোটেল জোন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ইয়াসিন আরফাত সহ অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে মামলা করে চরম আতংকে দিন কাটছে কক্সবাজার কারাগারে দায়িত্বরত কারারক্ষী মোবাশ্বের বারীর। এমনকি তার কাছ থেকে ছিনতাইকারীদল লুটে নেয়া মোবাইল ও নগদ টাকা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। অন্যদিকে কারান্তরীন আরফাতের পিতা সহ স্বজনরা মামলা তুলে নিতে নানা ভাবে হুমকি দিচ্ছে। যার কারনে আতংকে পাশাপাশি, হতাশা বিরাজ করছে মোবাশ্বেরের মধ্যে। এমনকি মোবাশ্বের ঘুম ভাঙ্গে আতংকে! এই তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট মহলের সু-দুষ্টি কামনা করেছেন।

কারারক্ষী মোবাশ্বেরের দায়ের করা মামলার নথি ঘেটে জানা গেছে, মোবাশ্বের বারী কক্সবাজার কারাগারে কারারক্ষী হিসাবে কর্মরত আছেন। পুলিশ লাইন্সের উত্তর পাশ্বে ভাড়া বাসা নিয়ে পরিবার সহ থাকেন। গত ২০ জানুয়ারী রাত পৌনে ১১ টার দিকে পরিবারের প্রয়োজনে নিত্য পণ্যের জন্য পাশ্ববর্তী দোকানে যান। ওখান থেকে বাসায় ফেরার পথে চিহ্নিত ছিনতাইকারী কারান্তরীন ইয়াছিন আরফাত সহ অজ্ঞাত তিন জন গতিরোধ, ছুরি দিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে মোবাইল, নগদ টাকা দিয়ে দিতে বলেন। তা দিতে অনীহা প্রকাশ করলে ছিনতাইকারীরদল তাকে উপর্যুপরি ছুরির আঘাত করে একটি হাওয়াই ব্রান্ডের মোবাইল ও বিয়াল্লিশ হাজার টাকা লুটে নেয়। এবং তার শরীরের বাম রানে, ডান নিতম্বে, ডান মধ্যম আঙ্গুলে মারাত্বক রক্তাক্ত জখম করে ছিনতাইকারী চক্র পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও সহকর্মীরা উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

মোবাশ্বের জানিয়েছেন, ঘটনার একমাসের অধিক হলেও তার লুন্ঠিত মোবাইল, নগদ টাকা এখনো উদ্ধার হয়নি। এই ঘটনা নিয়ে তিনি সহ পরিবারের লোকজন রীতিমতো চরম আতংক ও ঝুঁকিতে দিন কাটাচ্ছে বলে দাবি করেন। তিনি আরও দাবি করেন, এই ঘটনায় চিকিৎসা বাবদ তার দেড় লাখ টাকা ব্যায় হয়েছে। তার কর্মস্থলের লোকজন ছাড়া অন্য কেউ এক টাকাও সহযোগিতা করেনি তাকে।

মোবাশ্বের দাবি করেন, এই ঘটনার সাথে সাথে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার নেছার আলম, জেলার ও ডেপুটি জেলার মনির হোসেন তার দ্রুত চিকিৎসার জন্য যথেষ্ট ভূমিকা পালন করেন। চিকিৎসার খোঁজ খবর রাখেন, এবং তার নিরাপত্তার ব্যাপারেও সচেতন রয়েছেন তাঁরা। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই প্রসঙ্গে জানতে চাইলে মামলা তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)বিভাস কুমার সাহা বলেন, এই ঘটনায় এজাহার নামীয় আসামি আরফাতসহ দুজনকে আটক করা হয়েছে। লুণ্ঠিত মোবাইলও উদ্ধারের চেষ্ট চলছে। তিনি আরও বলেন, আমিও সরকারী কর্মকর্তা, তিনিও একজন সরকারী কর্মকর্তা, মোবাইল উদ্ধার সহ তার নিরাপত্তা প্রদানে আন্তরিকতার কোন ঘাটতি নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।