এজাহারে বাদী অভিযোগ করেন, মুজিবুর রহমান চেয়ারম্যানের ইন্ধনে গিয়াস উদ্দীন ও হাসান মেহেদী রহমান দেশ ট্রাভেলের কক্সবাজার পৌর শাখা থেকে ৫ লাখ চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে দেশ ট্রাভেলের কোন গাড়ি চলতে পারবে না বলে হুমকি দেয়। চাঁদা না দেয়ার ক্ষিপ্ত হয়ে গত ২ জুলাই আসামীরা পরিকল্পিতভাবে দেশ ট্রাভেলের কাউন্টারে হামলা চালায়। এসময় ম্যানেজার সাজ্জাদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষি মেরে ক্যাশে থাকা ৫০ হাজার টাকা লুট করে। এসময় লুটকারীকে ধাওয়া করলে আরো লোকজন এসে দেশ ট্রাভেলে ভাংচুর করে এবং কর্মকর্তাদের মারধর করে।
এজাহারে আরো বলা হয়, এই ঘটনায় কক্সবাজার সদর মডল থানায় মামলার এজাহার দায়ের করলেও রহস্যজনক কারণে পুলিশ মামলা নেননি। তাই বাধ্য হয়ে আদালতের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি করেছেন বাদী।
এ ব্যাপারে যোগাযোগ করেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।