৯ নভেম্বর, ২০২৫ | ২৪ কার্তিক, ১৪৩২ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মুজাহিদ ও সালাউদ্দিনের আপিল শুনানি ২৮ এপ্রিল

saka-mujahid-thereport24

  মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শুরু করার জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বুধবার আপিল শুনানির জন্য এ দিন ধার্য করে আদেশ দেন।

এ বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। এছাড়া আসামিপক্ষে আরও ছিলেন এ্যাডভোকেট শিশির মো. মনির, ব্যারিস্টার আহমেদ আল-আমিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালতের আদেশের পর খন্দকার মাহবুব হোসেন জানান, আমরা আদালতে বলেছি, ‍দুটি মামলাতে একই আইনজীবীরা শুনানি করবেন। তাই সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হোক, মুজাহিদের আপিল শুনানি শেষ হওয়ার পর সালাহ উদ্দিন কাদের চৌধুরীর আপিল শুনানি শুরু হবে।

তিনি আরও জানান, আদালতে বলা হয়েছে সামনে সিটি করপোরেশন ও বার কাউন্সিলের নির্বাচন। আইনজীবীরা নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। তাই কিছুদিন সময় দেওয়া হোক। আদালত বলেন, না না দ্রুত শুরু করে দেন।

এরপর আপিল শুনানি শুরু করার জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করে আদেশ দেন।

২০১৩ সালের ২৯ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন। একই বছরের ১ অক্টোবর ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনিত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি প্রমাণিত হয়েছে মর্মে ৪টি অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।

অপরদিকে, ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।