গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বুধবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি হন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদুর রহমান।
এর আগে কারামুক্তির পর সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন মাহমুদুর রহমান। এসময় ফুল দিয়ে তাকে বরণ করে নেন তার অনুসারীরা।
গত ৩১ অক্টোবর একটি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরপর মাহমুদুর রহমানের আইনজীবী বলেছিলেন, তার মক্কেল সব মামলায় জামিনে আছেন। তাই তার কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই। এর ধারাবাহিকতায় আজ মুক্তি পেলেন মাহমুদুর রহমান।
২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে ছিলেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।