১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

মিতু হত্যা : অস্ত্র মামলায় বিচার শুরু

পুলিশের আলোচিত সাবেক এসপি বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ শাহ নূর মামলার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচার কাজ শুরু করেন। আদালত আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণের সময়ও নির্ধারণ করেছেন বলে আদালত সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী জানান, সকালে আদালত এ মামলার দুই আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাবার পথে মহানগরীর জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে সাবেক এসপি বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হন। ঘটনার পর মিতুর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের তিনজনের নামে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে পুলিশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের পর এ ঘটনায় ওয়ার্ড স্বেচ্চাসেবক লীগের ওয়ার্ড নেতা এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করে পুলিশ।
মিতু হত্যার ঘটনায় ভোলা ও মনিরকে গ্রেফতারের পর থেকে তারা দুজন কারাগারে আছেন। এছাড়া অস্ত্র উদ্ধার মামলায় দুই আসামির বিরুদ্ধে গত ২৮ জুলাই আদালতে অভিযোগ পত্র দাখিল করেন বাকলিয়া থানা পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।