
বিশেষ প্রতিবেদক:
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের কক্সবাজারের চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামমুখী “পূরবী” বাস তল্লাসী চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মালুঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাকসুদ আহাম্মদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর নেতৃত্বে কক্সবাজার চকরিয়া থানাধীন মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকায় চট্টগ্রামমুখী “পূরবী” বাস ঢাকামেট্রো ব- ১১-১৪৮১ তল্লাসী চালায়।
ওই সময় টেকনাফ উপজেলার মোচনী রেজিস্টার্ড ক্যাম্প,ডি ব্লক,৬ এর মৃত লোকমান হাকিমের ছেলে মো. সলিম উল্যাহ (৪৩)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো ৫ টি নীল এয়ারটাইট পলিব্যাগে ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।