১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২ | ১২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

মালুমঘাট নবনির্মিত বাজার সেট উদ্বোধন

cymera_20161029_185140
চকরিয়া উপজেলার মালুমঘাট কাচাঁ বাজার সেট উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সন্ধায় সদ্য নির্মিত বাজারে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম (এম.এ)। বাজারের নতুন সেটটি উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহেদুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন ‘বিগত সময়ে বাজারটিতে ২৯ দোকান আগুনে পুড়ে গেছিল এবং পরদিন সরেজমিনে আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতিদের একটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দিই। উপজেলা পরিষদের অর্থায়নে আজ প্রায় ১৮ লক্ষ টাকা ব্যায়ে বাজার সেট পূনঃ নির্মান করা হয়।’ বাজারে প্রশাসন ছাড়া জনসাধারণের কেউ হস্তক্ষেপ না করতেও নির্দেশনা দেন ইউএনও। এছাড়াও মহাসড়ক থেকে বাজারের প্রবেশধারে গাড়ি প্রবেশে বাধা সৃষ্টিকারী মাধ্যমগুলো দোকানদারদের নিজ নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলতে বলা হয়েছে অন্যতায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন। এছাড়াও উদ্বোধনকালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা কামরুল আজম, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল এহেসান চৌধুরী সাইফুল, ইউপি সদস্য শওকত আলী, মোঃ রফিক, মোঃ সোলাইমান। এছাড়াও উপজেলার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বাজার কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা রিয়াজ উদ্দীন বাপ্পি।
উল্লেখ্য চলতি বছরের ৯ ফেব্রুয়ারী তারিখে গভীর রাতে মালুমঘাট বাজারটিতে আগুনে পুড়ে ২৯ টি কাঁচা তরকারীর দোকান পুড়ে যায়। পরে উপজেলা পরিষদের প্রায় ১৮ লক্ষ টাকা আর্থিক সহায়তায় দোকান সেটগুলো পূনঃ নির্মান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।