১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

মানবিকতার সুযোগে অপরাধ করলে ছাড় দেয়া হবে না : বেনজির আহমেদ


বিশেষ প্রতিবেদকঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-(র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, প্রতিবেশী মিয়ানমারে মানবসৃষ্ট দূর্যোগের কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছে। মানবিক সহায়তায় তাদের আশ্রয়সহ সব ধরণের সুযোগ দেয়া হলেও সারা দেশে ছড়িয়ে পড়তে দেয়া হবে না। রোহিঙ্গা নিয়ে বাণিজ্য করার কোন প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আবার মানবিকতার সুযোগ কাজে লাগিয়ে কোন রোহিঙ্গা অপরাধে জড়িয়ে পড়লে তাকেও আইনের আওতায় আনা হবে। রোহিঙ্গাদের পুঁজি করে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড,অবৈধ বাণিজ্য এবং মাদক চোরাচালানে জড়িত থাকলে কাউকে রেহায় দেয়া হবে না।
টেকনাফে অস্থায়ী র‌্যাব ক্যাম্প উদ্বোধন ও রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বেনজির আহমেদ এসব কথা বলেন।

মানবিক সহায়তা ও সীমান্তে যাবতীয় অপরাধের বিরুদ্ধে অন্য সংস্থার পাশাপাশি র‌্যাবের দায়িত্ব ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তুলে ধরে র‌্যাব ডিজি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীসহ সারা দেশের মানুষ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোহিঙ্গাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমরাও সাধ্যানুসারে ক্রোকারীজ ও শিশুদের স্বাস্থ্যসামগ্রী নিয়ে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। পাশাপাশি রোহিঙ্গা ও স্থানীয়দের সার্বিক নিরাপত্তার জন্য সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও গোয়েন্দাদের সমন্বয় করে কাজ করে যাচ্ছে। মিয়ানমার হতে আগত রোহিঙ্গাদের পর্যায়ক্রমে নির্দিষ্ট একটি জায়গায় স্থানান্তর করা হবে। কেউ যাতে দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে স্থানীয় জনসাধারণসহ সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে এলাকার যানবাহন মালিক, চালক ও শ্রমিকদের সর্তক থাকার উপর গুরুত্বারোপ করেন। এই ব্যাপারে তথ্য দিয়ে প্রশাসনকে সার্বিক সহায়তার জন্য সচেতনমহল, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ টেকনাফের লেদা অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। এরপর তিনি মিয়ানমার হতে আশ্রয়ের আশায় পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল আনোয়ার,র‌্যাব মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ,র‌্যাব গোয়েন্দা শাখা পরিচালক লেঃ কর্ণেল মাহবুর রহমান,র‌্যাব-৭ অধিনায়ক লেঃ কর্ণেল মিফতাহ উদ্দিন,র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর বিকাল সাড়ে ৪টায় তিনি টেকনাফ নেটং পাহাড়স্থ বরইতলী অস্থায়ী র‌্যাব ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি মেরিন ড্রাইভ সড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।