২৬ ডিসেম্বর, ২০২৫ | ১১ পৌষ, ১৪৩২ | ৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা

মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক কক্সবাজারে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ

গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মহাসচিব এডভোকেট মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম কক্সবাজারে সম্প্রতি আগত মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের মাঝে ও কক্সবাজার পৌরসভার পাহাড়তলীর নতুন বাজারে ভাসমান অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল সহ ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে ফাউন্ডেশনের পক্ষ থেকে কক্সবাজারে বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণের জন্য জেলা প্রশাসক আলী হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম মজুমদারের কাছে হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে মোঃ রোকোনুজ্জামান ভূঁইয়া, মোঃ ইমরান হোসাইন, মোঃ জুয়েল রানা, আমিমুল এহসান লোটাস, কামরুল ইসলাম, এমরান হোসেন, ইমতিয়াজ উদ্দিন অভি, সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দসহ কক্সবাজার মানবাধিকার ফাউন্ডেশনের নেতা এডভোকেট মঈনুল হোসেন চৌধুরী, এডভোকেট মোঃ শামশুল হক, সাংবাদিক ইমরুল কায়েস প্রমুখ।
উল্লেখ্য কক্সবাজারে এই প্রথম কোন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে ব্যাপক ভাবে মূল্যবান বস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হল। মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট মোঃ কামাল হোসেন বলেন, এভাবে সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রের পার্শ্বে দাড়ানোর উদাত্ত আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।