২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মানবপাচার শীর্ষ গডফাদার রেবি ম্যাডামের স্বামী নুরুল কবির গ্রেপ্তার

pic-ukhiya-18-11
জেলার আলোচিত ও শীর্ষ মানবপাচারকারী নুরুল কবির প্রকাশ রেবি ম্যাডামের স্বামী অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের খবর শুনে উখিয়ার উপকূলীয় এলাকা জালিয়াপালংয়ে স্বস্তির নিঃশ্বাষ ফেলেছে ভোক্তভোগী পরিবার সহ এলাকার সাধারণ মানুষ।
জানা যায়, ১৮ নভেম্বর বিকাল ৫টার দিকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরিফের নেতৃত্বে একদশ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে থেকে জালিয়াপালং ইউনিয়নের পরিষদ পাড়া গ্রামের মৃত মকতুল হোসেন প্রকাশ কালা মতুর পুত্র মানবপাচারে জেলার শীর্ষ গডফাদার বহু মামলার পলাতক আসামী নুরুল কবিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উখিয়া থানা সূত্রে জানা যায়, নুরুর কবির ও তার স্ত্রী রেজিয়া আক্তার রেবি প্রকাশ রেবি ম্যাডামের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা ও আদালতে মানবপাচার প্রতিরোধ দমন আইন ২০১২ এর ৭/৮ দ্বারায় ডজন খানেক মামলা রয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য মামলা নং ১৮ তাং- ১১/১২/২০১৩ইং, ০৮ তাং- ০৬/০৪/২০১৪ইং, মামলা নং- ১৫ তাং ১৩/০৭/২০১৪ইং, মামলা নং- ০৩, তাং ০৪/০৩/২০১৪ইং, মামলা নং- ২০ তাং- ১১/০৮/২০১৪ইং। নুরুল কবির ও তার স্ত্রী রেবি ম্যাডামের বিরুদ্ধে বন বিভাগের জমি দখল, নারী নির্যাতন, ডাকাতি, ছিনতাই, অপহরণ মামলাও রয়েছে বলে জানা গেছে। সম্প্রতিক সময় সোনার পাড়া বাজারে এক ফার্মেসীতে হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুটপাঠের ঘটনার প্রধান আসামী নুরুল কবির তার স্ত্রী রেবি ম্যাডাম ও তাদের ছেলে রেজাউল করিম জড়িত রয়েছে। যার মামলা নং ১৭/১৫। উক্ত নুরুল কবির ও তার স্ত্রী রেবি ম্যাডাম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে স্বপ্নের দেশ মালেশিয়ার সোনার হরিণ দেখিয়ে হতদরিদ্র লোকদের প্রলোবনে ফেলে উপকূলের রেজু মোহনা ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট দিয়ে ট্রলারে করে নারী শিশু সহ আদম সন্তানদের মালেশিয়া, থাইলেন্ড সহ বিভিন্ন দেশে পাচার করে আসছিল। তাছাড়াও মায়ানমারের শরনার্থী শিবির থেকে তাদের সহযোগীদের দ্বারা রোহিঙ্গাদের পাচার করে দেওয়ার মতো অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। তার গ্রেপ্তারে এলাকার সাধারণ মানুষের মাঝে সন্তেুাষ দেখা দিয়েছে।
এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের মানবপাচারের অন্যতম গড ফাদার নুরুল কবিরকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, মানবপাচারের মতো অপরাধের সাথে যারা জড়িত রয়েছে তারা কেউ রেহায় পাবে না। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।