
হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম কক্সবাজার এর উদ্দ্যেগে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার প্রতিরোধ করার প্রত্যয়ে ২৬ নভেম্বর ২০১৬ইং সকাল ৯ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত রোড মার্চ কর্মসুচী শুরু হয়।
উদ্ভোধনী সমাবেশে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম কক্সবাজার আহবায়ক বিশিষ্ট আইনজীবী এড: অরূপ বড়–য়া তপু, সঞ্চালনা করেন সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর।
সমাবেশে বক্তারা সাগর পথে মানবপাচার বন্ধ করা, মানবপাচার আইনের কার্যকর প্রয়োগ, মানবপাচারে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের ব্যবস্থা গ্রহণ, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসনী আইন ২০১৩ই কার্যকর। স্বল্প খরচে নিরাপদ অভিবাসনের ব্যবস্থা করা ও দেশে বিদেশে পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, ডেইলী ষ্টার পত্রিকা কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাত, দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এড: আবদুর শুক্কুর, নোঙ্গরের নির্বাহী পরিচালক দিদারুল আলম রাসেদ, মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এড: সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা, আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত ইউনিটের উপপ্রধান টিপু সুলতান, আদিবাসী পরিষদের ক্য জং অং, দ্বীপক বড়–য়া প্রমুখ। সমাবেশের শুরুতে গণ সংগীত করে কক্সবাজারের স্থাণীয় গনসংগীত শিল্পীরা।
শহীদ মিনার থেকে রোড মার্চ যোগদানকারীরা সুসজ্জিত ব্যানার ফেষ্টুন নিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কোট বাজার, উখিয়া, হ্নীলা, খারাংখালী হয়ে টেকনাফ ষ্টেশনে বিকাল ৪ টায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। পথসভা গুলোতে বক্তব্য রাখেন, উখিয়া ষ্টেশনে বক্তব্য রাখেন কবি আদিল উদ্দিন চৌধুরী,এড. অনিল বড়–য়া, হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক, আবুল কাশেম, এড: আবুল কাশেম, কফিল উদ্দিন চৌধুরী, নয়াবাজার (হ্নীলায়) মুক্তিযোদ্ধা জহির, গোলাম সোলতান, মাষ্টার ফরিদ, টেকনাফে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম এর ইনচার্জ আবু আহমেদ, ফয়জুল কবির, সংবাদ সাইফুল ইসলাম প্রমুখ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।