২৮ আগস্ট, ২০২৫ | ১৩ ভাদ্র, ১৪৩২ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

মানবতার সেবায় আবারো আলোচিত উখিয়া থানার এএসআই শামীম

উখিয়ার ভালুকিয়া পালং হারুন মার্কেটে পারিবারিক কলহে উদ্বুদ্ধ পরিস্থিতিতে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবারী গ্রামের অসহায় মহিলার ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি নিজের পকেট থেকে চিকিৎসা খরচ দিলেন উখিয়া থানা প্রশাসনের আলোচিত ও সৃজনশীল অফিসার এএসআই মোঃ শামীম ভূঁইয়া।

জানা গেছে, স্বামীর বহুবিবাহের কারণে ঐ মহিলা ও তার সন্তাদের খরচ বহন না করায় উক্ত ঘটনাটি ঘটে। ঘটনার এক পর্যায়ে ছেলে পক্ষের লোকজন মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের খবর শুনে উখিয়া থানার পুলিশ সদস্য এএসআই শামীম ও তাঁর টিম ঘটনা স্থলে আজ বিকেল সাড়ে তিনটার সময় উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিকে আনেন।

এবিষয়ে এএসআই শামীম জানান, খবর শুনে আমরা তাৎক্ষণিক নির্যাতিত মহিলার পাশে দাঁড়ায় এবং যতটুকু সম্ভব তাকে আর্থিকভাবে সহযোগীতাও করি। মহিলার অভিযোগ থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।

এএসআই শামীম উখিয়ার মানুষকে সবসময় নিজ উদ্যোগে সহায়তা করে থাকেন। সে বিষয়ে তার কাছে মানবিক সহায়তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি আমার পারিবারিক শিক্ষা। আমার বাবা, দাদারা মানুষকে সবসময় সহায়তা করে যাচ্ছে। আমিও তাঁদের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি।

তাঁর তাৎক্ষণিক পদক্ষেপ এবং সহযোগিতায় গ্রামবাসী অত্যন্ত আনন্দিত এবং শামীম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা শামীম স্যারের মত পুলিশ অফিসার সারা বাংলায় চাই, তাঁর মত সন্তান প্রতিটি ঘরে ঘরে জন্ম হউক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।