৩ জুলাই, ২০২৫ | ১৯ আষাঢ়, ১৪৩২ | ৭ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

মাদকের মামলায় পাচারকারীর ৭ বছর সশ্রম কারাদন্ড

ইমাম খাইর, কক্সবাজারঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মোহাম্মদ আবদুল্লাহ নামের পাচারকারীকে ৭ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড দেওয়া হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ২ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারী) জনাকীর্ণ আদালতে যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী মোহাম্মদ আবদুল্লাহ বালুখালী চেকপোস্টের পশ্চিম এলাকার আলী হোসেনের ছেলে। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবুল কাসেম।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৭ সালের ১৭ জানুয়ারি কক্সবাজার শহরের ঝাউতলায় হোটেল রেনেসাঁর সামনে থেকে ২ হাজার ইয়াবা টেবলেটসহ মোহাম্মদ আবদুল্লাহকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই সময়ের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার থানা মামলা নম্বর ৮৭/২০১৭ (সদর থানা), জিআর নম্বর -৮৭/২০১৭(সদর) ও এসটি মামলা নম্বর ৮৭৬/২০১৭। মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহন, জেরা, যুক্তিতর্ক শেষে কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান সোমবার ১০ ফেব্রুয়ারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯ (১) টেবিলের ৯(খ) ধারায় এ রায় প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।