৩ জানুয়ারি, ২০২৬ | ১৯ পৌষ, ১৪৩২ | ১৩ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট

মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল। গতকাল বুধবার দুপুরে স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদল প্রকল্প এলাকা ঘুরে দেখে।

প্রতিনিধিদলে ছিলেন সাংসদ এম এ লতিফ, আবু জাহির ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম নাসিমা ফেরদৌসী। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সাইট অফিসের প্রতিনিধিদলের সামনে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সৈয়দ আশিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সাংসদ আশেক উল্লাহ, সাইমুম সরওয়ার, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নুর মোহাম্মদ আজম, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলম প্রমুখ।

জানতে চাইলে পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপক (স্বাস্থ্য, সুরক্ষা ও পরিবেশ) সৈয়দ আশিকুর রহমান বলেন, প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের প্রায় অর্ধেক (৪৭ শতাংশ) ইতিমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে চ্যানেলে এক কিলোমিটার ড্রেজিং, বেড়িবাঁধ ও জেটি নির্মাণের কাজ শতভাগ শেষ করা হয়েছে। এখন মাটি ভরাট ও স্থায়ী অফিস ভবন নির্মাণের কাজ চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।