৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

মহেশখালী উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

20150401_155942
সালাহ  উদ্দিন আহমদকে বন্ধী রেখে আওয়ামীলীগ ইতিহাসের জঘন্যতম নজির সৃষ্টি করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র যুগ্ন মহাসচিব ও দলের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে জেলা ছাত্রদল ঘোষিত আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহেশখালী উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিম জয় ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতিকে সাথে নিয়ে  উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিম জয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সি: যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি  এড: নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: শফি মেম্বার, রেজাউল করিম মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সি:সহ-সভাপতি আতাউল্লাহ বুখারী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডা: ফিরোজ আহমদ, দপ্তর সম্পাদক মোসলেম মিয়া, উপজেলা যুবদলের সভাপতি মকছুদুল আলম নিরু, পৌর সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, উপজেলা সি: সহ-সভাপতি আনোয়ার পাশা, সাংগঠনিক সম্পাদক মাষ্টার কবির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আমান উল্লাহ আমান, আনসারুল করিম, যুবদল নেতা শফিউল আলম শফি, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: কাসেম, যুগ্ন সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইমরান খান, উপজেলা ছাত্রদল নেতা আলমগীর বাবলু, মোরশেদ আলম ছোটন, মো: ফয়সাল কিবরিয়া, মো: শাহজাহান, শাকের উল্লাহ, বোরহানুল হক, জয়নাল আবদীন, ইমতিয়াজ, কামরুল হাসান, মো: ফজল করিম, নুরুল আবছার, এবাদুল হক, মো: সোহেল, শাহ জালাল, বোরহান উদ্দিন, সাজ্জাদুল ইসলাম, মুহিবুল্লাহ, তারেকুল ইসলাম, মো: শাওন প্রমূখ। বক্তারা বলেন সালাহ উদ্দিন আহমদকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ছাত্রদল নেতা কর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।