
উখিয়ার মরিচ্যা বাজারে ভেজাল ও মেয়াদউত্তীর্ন পন্যের বিরুদ্বে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্হ্য বিভাগ, এসময় প্রায় তিন লক্ষ টাকার বিভিন্ন পন্য জব্দ করে তা ধ্বংস করা হয়।
উখিয়া উপজেলার হাট বাজারের হোটেল, রেস্তোরা, কুলিং কর্নার সহ বিভিন্ন দোকানে ভেজাল ও মেয়াদউত্তির্ন খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এসব খাদ্য পন্য সাধারন ক্রেতাদের নিকট কৌশলে বিক্রি করে চলছিল এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী। এ নিয়ে স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আলমের নেতৃত্বে উপজেলা স্বাস্হ্য বিভাগ গতকাল ১৩ মার্চ মরিচ্যা বাজারে এজ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল ও মেয়াদউত্তির্ন মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পন্যের মধ্যে রয়েছে কোকাকোলা, ফেপসি, ফানটা, জুস তৈল ইত্যাদি, পরে সেগুলো জন সম্মুখে নষ্ট করে ফেলা হয়, যার অনুমানিক মুল্য তিন লক্ষ টাকা বলে জানা গেছে এদিকে ভেজাল ও মেয়াদউত্তির্ন খাদ্য মজুদ এবং বিক্রির দায়ে মরিচ্যা বাজারের মন্জুর কুলিং কর্নার, সিরাজ কুলিং কর্নার, সুদক্ত ষ্টোর ও আলম বিস্কুট ফ্যাক্টরীর বিরুদ্বে নিরাপদ খাদ্য আইন ২০১৩ ধারা মোতাবেক মামলা দায়ের করা হবে বলে স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আলম জানান। অভিযান পরিচালনা কালে উপজেলা সহকারি ইন্সপেক্টর মোঃ ইউনুছ, স্বাস্হ্য সহকারী জাফর আলম ও স্হানীয় মেম্বার মন্জুর আলম মন্জুর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।