১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

মন্ত্রী পরিষদ সচিবের ঘোষণায় মূখরিত পুরো এলাকা

রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় প্রস্তাবিত শহীদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোঃ শফিউল আলম।

এ উপলক্ষ্যে তিনি শনিবার সকালে খুনিয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এলাকাবাসীর সাথে মতবিনিময় শেষে নির্ধারিত জায়গা পরিদর্শন করেন।

এসময় সচিব শফিউল আলম বলেন, শিক্ষাবঞ্চিত এতদাঞ্চলে শহিদ এটিএম জাফর আলম এর নামে একটি ক্যাডেট কলেজ নির্মাণ করা হবে। স্থানীয়দের আবাস ঠিক রেখেই কাজ চলবে।

তিনি বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। কোন বসতি উচ্ছেদ না করেই ক্যাডেট কলেজ নির্মিত হবে। তিনি এলাকার স্বার্থে সবাইকে উন্নয়নের স্রোতে শামিল হওয়ার আহবান জানান।

মন্ত্রী পরিষদ সচিবের এমন ঘোষণায় স্থানীয় বাসিন্দারা আনন্দে ফেটে পড়েন। পুরো এলাকা শ্লোগান ও করতালিতে মূখরিত হয়ে উঠে।

এ সময় জেলা প্রশাসক মো:আলী হোসেন, মন্ত্রী পরিষদ সচিবের খালাত ভাই, আমেরিকা প্রবাসী ব্যারিষ্টার গোলাম মোহাম্মদ রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় বনকর্মকর্তা দক্ষিণ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু থানার অফিসার্স ইনচার্জ, উখিয়া থানার অফিসার্স ইনচার্জ, রামু উপজেলা চেয়ারম্যান, খুনিয়াপালংয়ে ইউনিয়নের চেয়ারম্যান, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যানসহ সম্মানিত বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী পরিষদ সচিব উখিয়া-টেকনাফের প্রবেশমূখে শহীদ এটিএম জাফর আলমের নামে নির্মিতব্য গেইটের প্রস্তাবিত জমি পরিদর্শন করেন।

বিকালে মেরিন ড্রাইভ সড়কের কলাতলীর বিচ্ছিন্ন অংশ পরিদর্শন শেষে হিলটপ সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনা সভায় মিলিত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।