১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২ | ১২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

মন্ত্রিপরিষদ সচিবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মাতারবাড়ি বন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন

সরওয়ার আজম মানিক:

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নির্মানাধীন গভীর সমুদ্র বন্দর ও নির্মনাধীন বিদ্যুৎ কেন্দ্র পরিদশর্ন করেছেন মন্ত্রী পরিষদ সচিবের নেতৃেত্ব একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর থেকে কোস্টগার্ডের এক টি বিষেশ যানে করে প্রতিনিধি দল টি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের ৫ নং ঘাটে পৌছে।
প্রতিনিধি দলের প্রধান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে প্রতিনিধি দলটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সেইসাথে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
এসময়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল, তথ্যসচিব কামরুন নাহার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, কোস্টগার্ডের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ মাসুদ পারভেজ আলামিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ, মহেশখালী উপজেলা নির্বাহি অফিসার জামিরুল ইসলাম, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ চন্দ্র ধর, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্পের সাথে সংশ্লিষ্টরা।
নির্মাণাধীন দুটি প্রকল্প দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিবসহ প্রতিনিধি দলটি।
এসময় গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বন্দরের মাধ্যমে এ অঞ্চল সহ পুরো বাংলাদেশের অর্থনীতিতে একটি পরিবর্তন আসবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।