বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, সম্প্রতি টানা বর্ষন ও পাহাড়ী ঢলে সংঘটিত স্মরনকালের ভয়াবহ বন্যায় রামু ও কক্সবাজার সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের অভ্যন্তরীন সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কাচাঁ ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে শত শত পরিবার খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। অথচ ক্ষতির তুলনায়, সরকারী সাহায্য অপ্রতুল, এ ক্ষেত্রে বন্যার্ত-ক্ষতিগ্রস্থ হতদরিদ্র মানুষের জন্য সরকারী পর্যাপ্ত সাহায্য বরাদ্দ না দিলে এতদঞ্চলে মানবিক বিপর্যয় নেমে আসবে। তিনি গতকাল দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও রামু উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ঝিলংজা, ইসলামাবাদ ও জোয়ারিয়ানালা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে দূর্গত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণকালে উপস্থিত সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে একথা বলেন। এসময় লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক শহীদুর রহমান শহীদ, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন জিকু, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শওকত আলম, সেলিম মাহমুদ, মোহাম্মদ শফি, পিএমখালী ইউনিয়ন বিএনপি সভাপতি ও উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ছৈয়দ নূর সওদাগর, মমতাজুল হক, ঈমাম খালেদ স্বপন, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, সদর উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম, পোকখালী বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম সেলিম, জসিম উদ্দিন, রশিদ আহমদ মেম্বার, প্রবাসি বিএনপি নেতা, আব্দুল মজিদ, ছাত্রদল আহবায়ক আনোয়ারুল ইসলাম টিপু, সদর যুবদল যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ্, হাবিব উল্লাহ্, মোহাম্মদ মাছন, বিএনপি নেতা শফিকুর রহমান, নুরুল হক মেম্বার, চাঁদ মিয়া, রফিকুল ইসলাম কাজল, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদল আহবায়ক মোহাম্মদ আজমগীর, যুগ্ম-আহবায়ক আবুল কাসেম মেম্বার, জসিম উদ্দিন, মোস্তফা আল আশরাফ, কামাল হোছাইন, ছাত্রদল আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক বেলাল উদ্দিন, আবুল কালাম, জোবাউদুল ইসলাম জুয়েল, যুবদল নেতা এনাম উল্লাহ্, হালিমুর রহমান, আজিজুল হক, পিএমখালী কৃষকদলের সভাপতি মোহাম্মদ আলম, ছাত্রদল নেতা, শাহাজাহান লুতু, মোস্তফা ফারুখ, আরিফ উল্লাহ্ আরিফসহ বিএনপি. যুবদল. ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে পৌরসভা বন্যা কবলিত আলির ঝাহাল, এস.এম পাড়া ও সিকদার পাড়ায় দূর্গত মানুষের জন্য লুৎফুর রহমান কাজলের প্রদত্ত শুকনো খাবার বিতরণ করেছেন পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলীসহ শহর যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।