২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, ৩৯ পরীক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত

নড়িয়ার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে রবিবার বাংলা দ্বিতীয় পত্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় ৩৯ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কেন্দ্র সচিব বলছেন, হল সুপারের অসতর্কতার কারণে এ ঘটনা ঘটেছে। কক্ষ পরিদর্শক ও হল সুপারকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। ডেপুটি কন্ট্রোলারকে বিষয়টি জানানো হয়েছে। জেলা প্রশাসক বলছেন, বিষয়টি তাকে জানানো হয়নি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থী সায়মা আকতার জানান, নড়িয়া-২ কোড ৫৪৬, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ৫ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ১২১নং কক্ষে পালং উচ্চ বিদ্যালয়ের ১২জন, পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের ১১জন ও শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়ের ১৬ জনসহ মোট ৩৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যাদের রোল নম্বর ৪৫৫৯৩ থেকে ৪৫৫৯৪৩, ৯৫৬১১৯ থেকে ৪৫৬১২৯ পর্যন্ত এবং ৪৫৯৯৯ থেকে ৪৫৬০১৪ পর্যন্ত। এখানে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন ইকাদুল সেখ ও আনোয়ার হোসেন এবং হল সুপার ছিলেন বিজয় কুমার ম-ল ও কেন্দ্র সচিব ছিলেন ফরিদ আল হোসাইন। তাদের অসতর্কতা ও গাফিলতির কারণে ২০১৭ সালের রচনামূলক প্রশ্নপত্রের পরিবর্তে ২০১৬ সালের পুরাতন সিলেবাস অনুয়ায়ী রচনামূলক প্রশ্নপত্র পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হয়। এ সময় পরীক্ষার্থীরা ভাল উত্তর করতে না পারলেও তাড়াহুড়ো করে ভুল প্রশ্নপত্রেই পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ভুল প্রশ্ন বিতরণের বিষয়টি ধরা পড়ে। বিষয়টি জানাজানির পর কেন্দ্র সচিব ফরিদ আল হোসাইন স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি না জানিয়ে শুধুমাত্র ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তারেক বিন আজিজকে অবহিত করেছেন বলে জানা গেছে। এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরীক্ষার্থীরা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিবেচনার সঙ্গে খাতা মূল্যায়নের জন্য পরীক্ষা নিয়ন্ত্রকদের দৃষ্টি কামনা করেন।

হল সুপার বিজয় কুমার ম-ল বলেন, পরীক্ষা শুরুর পূর্বে ভুলবশত ২ সেট প্রশ্নপত্র ১২২নং কক্ষে চলে যায়। পরবর্তী নতুন করে ১২১নং কক্ষে প্রশ্ন পাঠানো হয়। সেই প্রশ্নপত্রই ছিল ২০১৬ সালের। অসতর্কতার কারণেই এটা হয়েছে।

কেন্দ্র সচিব ফরিদ আল হোসাইন বলেন, হল সুপার বিজয় কুমার ম-লের অসতর্কতার কারণে পুরাতন সিলেবাসের প্রশ্নপত্রে ৩৯ জনের পরীক্ষা নেয়া হয়েছে। আমি জানার পর ঢাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রককে জানিয়েছি। সে আমাকে শতভাগ নিশ্চিত করেছেন পরীক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়া কক্ষ পরিদর্শক ও হল সুপারকে কারণ দশানো নোটিস দিয়েছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।