২২ আগস্ট, ২০২৫ | ৭ ভাদ্র, ১৪৩২ | ২৭ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বেগম খালেদা জিয়া চরম ভুল করেছে

Ukhiya Pic-18-03-2015
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেছেন বেগম খালেদা জিয়ার একটি ভুলের কারণে দেশের ১৬ কোটি মানুষ অসস্তিতে রয়েছে। বেগম খালেদা জিয়াকে হরতাল-অবরোধ প্রত্যাহার করে সুস্থধারার রাজনীতি করার আহবান জানান। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। উখিয়া-টেকনাফে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধন করা হয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার কর্তৃক অত্র কলেজ বৈষ্যমের শিকার হয়েছিল। অচিরে কলেজটিকে সরকারী করণ করা হবে। ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে কম্পিউটার শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। গতকাল বুধবার দুপুর ১২ টার সময় উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক বনভোজনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন। উক্ত বিদায়ী ও বার্ষিক বনভোজনে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন মজুমদার, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস, উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া, নূরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়–য়া, উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার শামশুল আলম, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক বৃন্দ যথাক্রমে কাজী সাহাব উদ্দিন, তাহামিনা খানম, ছন্দা চৌধুরী, আব্দুল ওয়াহাব, দেলোয়ার হোসেন, নারগিস আক্তার, মৈত্রী বড়–য়া, শাহ আলম, জাফর আলম, রনজিত বড়–য়া, মুজিবুল আলম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিগত ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২ মেধাবী শিক্ষার্থীদের সংর্ধ্বনা দেওয়া হয়। সংর্ধ্বনা পাওয়া জন্নাতুল ইসলাম প্রমি ও মরজিনা আক্তার বলেন, ভবিষ্যতে এ সম্মান ধরে রাখার চেষ্টা করব। দুপুরে কলেজ প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নেচে-গেয়েই আনন্দ উৎসব উদযাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।