১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বৃষ্টিতে ভিজে রাজপথে ছাত্রলীগ

bsl_2
বেলা আড়াইটা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝড়ছিল। হাইকোর্ট রাস্তা, দোয়েল চত্বর, চাঙ্খারপুল রোডে ভিড় জমান ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার হাজার হাজার নেতাকর্মীরা। রাস্তার দু’ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান তারা। বেলা পৌঁনে তিনটার দিকে বৃষ্টির পরিমাণ বাড়তেই থাকে। কিন্তু ছাত্রলীগ নেতারা না সরে একে অপরের হাত ধরে স্থির হয়ে থাকেন। ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন মোটরসাইকেল নিয়ে হাইকোর্ট থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোর্ডের সাবেক কেন্দ্রীয় জেলখানা পর্যন্ত টহল দেন। লক্ষ্য একটাই তাদের আজীবন সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো। বিকাল তিনটার কয়েক মিনিট আগে ওই রাস্তা দিয়ে পার হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃষ্টিতে ভিজে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে দুই হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার আগমন উপলক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হল শাখা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অবস্থান নেন। নেত্রী পুরাতন জেলখানা থেকে না ফেরা পর্যন্ত আমরা বৃষ্টির মধ্যেই রাজপথে ছিলাম। এই বৃষ্টির মধ্যেও হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে ছাত্রলীগই নেত্রীর ভ্যানগার্ড।
received_1820715094853390
ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, যারা হৃদয়ে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তারা সব ধরনের কষ্ট সহ্য করতে পারে। নেত্রী আসবেন আর আমরা সামান্য বৃষ্টিতে ভিজতে পারবো না-এটা হতে পারে না। আমার বঙ্গবন্ধুর সৈনিক, যে কোনো ঝড়ঝাপটা সহ্য করতে পারি, যে কোন ত্যাগও স্বীকার করতে জানি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে করেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা জীবনের স্মৃতি বিজরিত কক্ষ ও জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই কক্ষগুলো ‍ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর কারাগার পরিদর্শন উপলক্ষে সাবেক এই কারাগারে দর্শনার্থী পরিদর্শন বন্ধ রাখা হয়েছিল আজ। কারাগারের ভেতরে-বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরান কারাগারের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘিরে যে মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে কারা অধিদপ্তর প্রধানমন্ত্রীকে এ সম্পর্কে অবহিত করেন সংশ্লিষ্টরা। এসময় প্রধানমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।