২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৭ আশ্বিন, ১৪৩২ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম কণ্ট্রাক্টর আর নেই

Abdur-Rahim_1

কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিশিষ্ট্য সমাজ সেবক আব্দুর রহিম কণ্ট্রাক্টর আর নেই। তিনি আজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় চট্রগ্রামের মা-শিশু ও জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আগামীকাল ৯ জুন সকাল ১০ টায় জানাযা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং পারিবারিক করস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানাযায়। উল্লেখ্য, গত ২ জুন বিকালে তিনি নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হলে কক্সবাজার শহরের ফুয়াদ আল-খতীব হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রামের মা-শিশু ও জেনারেল হাসপাতালে রেফার করেন। সে খানে তিনি বিশেষজ্ঞ ডাক্তার শান্তনু মজুমদারের তত্ববধানে আইসিইউ বিভাগে লাইফ সার্পোটে ছিলেন। সে দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক(ভারপ্রাপ্ত) ও আরটিভি’র কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক সাইফুর রহীম শাহিনের পিতা।
দৈনিক আমাদের কক্সবাজার পরিবারের শোক
দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার সম্পাদক(ভারপ্রাপ্ত) ও আরটিভি’র কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক সাইফুর রহীম শাহিনের পিতা বীর মুক্তিযোদ্ধা ও রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের সমাজ সেবক আব্দুর রহিম কন্ট্রাক্টরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পত্রিকায় কমর্রত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নির্বাহী সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক আমানুল হক বাবুল, মফস্বল বার্তা সম্পাদক এম.আমান উল্লাহ, বিশেষ প্রতিবেদক হারুনর রশিদ, সিনিয়র স্টাফ রির্পোটার নুরুল আমিন হেলালী, সহ-সম্পাদক মো: হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার এম.এ আজিজ রাসেল, চীফ কম্পিউটার অপারেটর ওমর ফারুক সার্কুলেশন ম্যানেজার সাহাব উদ্দিন জীবন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।