২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-অার্জেন্টিনা’র মুখোমুখি শুক্রবার

messi2
ফুটবলবিশ্বের দুই পরাশক্তির নাম ব্রাজিল এবং আর্জেন্টিনা। এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জয় করেছে ব্রাজিল। ফুটবলের এই পরাশক্তি গত বিশ্বকাপ থেকেই বেসামাল অবস্থায় ছিল। তব গত বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবেই স্বরূপে আবির্ভাব ঘটছে দলটির। বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে অষ্টমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর পৌনে ৬টায় বেলো হরাইজন্তের মাঠে নামছে দুই দল। এই মাঠেই দুই বছর আগে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জায় ডুবেছিল ব্রাজিল। তবে বাছাই পর্বের খেলায় ব্রাজিল ইতিমধ্যেই ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করার দৌড়ে এগিয়ে গেছে। সেদিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে লিওনেল মেসির দল। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আর্জেন্টিনাকে সেরা চারে আসতে হবে।

ম্যাচটি নিয়ে ইতিমধ্যেই ফুটবলবিশ্বে বিরাজ করছে চরম উত্তেজনা। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আর্জেন্টিনার জন্য এই ম্যাচে জয় অপরিহার্য। তবে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার বাহিনীর বিপক্ষে জয় এত সহজ নয়। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। এই ম্যাচেই মুখোমুখি হবে বার্সেলোনার দুই সুপারস্টার মেসি এবং তার প্রিয়বন্ধু নেইমার। তাদের লড়াই দেখতে উন্মুখ ফুটবলবিশ্ব।

ম্যাচটিকে সামনে রেখে ইতিমধ্যেই মেসি-নেইমাররা নিজ নিজ দলে যোগ দিয়েছেন। গত ২০ বছরে বাছাই পর্বের ম্যাচে ৭ বারের সাক্ষাতের পরিসংখ্যানে ব্রাজিলই এগিয়ে। লাতিন আমেরিকার পাওয়ার হাউস খ্যাত দলটি এ পর্যন্ত ৩টি জয় পেয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা পেয়েছে দুই জয়। বাকি দুটি ম্যাচ ড্র হয়। এবার তাই আর্জেন্টিনার টার্গেট শুধু বিশ্বকাপে যাওয়া নয়; জয়ে সমতায় আনার টার্গেটও তাদের সামনে। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের আরও উচ্চতায় নেওয়ার টার্গেটেই মাঠে নামবে ব্রাজিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।