৩০ আগস্ট, ২০২৫ | ১৫ ভাদ্র, ১৪৩২ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল-অার্জেন্টিনা’র মুখোমুখি শুক্রবার

messi2
ফুটবলবিশ্বের দুই পরাশক্তির নাম ব্রাজিল এবং আর্জেন্টিনা। এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জয় করেছে ব্রাজিল। ফুটবলের এই পরাশক্তি গত বিশ্বকাপ থেকেই বেসামাল অবস্থায় ছিল। তব গত বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবেই স্বরূপে আবির্ভাব ঘটছে দলটির। বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে অষ্টমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর পৌনে ৬টায় বেলো হরাইজন্তের মাঠে নামছে দুই দল। এই মাঠেই দুই বছর আগে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জায় ডুবেছিল ব্রাজিল। তবে বাছাই পর্বের খেলায় ব্রাজিল ইতিমধ্যেই ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করার দৌড়ে এগিয়ে গেছে। সেদিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে লিওনেল মেসির দল। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে আর্জেন্টিনাকে সেরা চারে আসতে হবে।

ম্যাচটি নিয়ে ইতিমধ্যেই ফুটবলবিশ্বে বিরাজ করছে চরম উত্তেজনা। বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আর্জেন্টিনার জন্য এই ম্যাচে জয় অপরিহার্য। তবে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার বাহিনীর বিপক্ষে জয় এত সহজ নয়। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। এই ম্যাচেই মুখোমুখি হবে বার্সেলোনার দুই সুপারস্টার মেসি এবং তার প্রিয়বন্ধু নেইমার। তাদের লড়াই দেখতে উন্মুখ ফুটবলবিশ্ব।

ম্যাচটিকে সামনে রেখে ইতিমধ্যেই মেসি-নেইমাররা নিজ নিজ দলে যোগ দিয়েছেন। গত ২০ বছরে বাছাই পর্বের ম্যাচে ৭ বারের সাক্ষাতের পরিসংখ্যানে ব্রাজিলই এগিয়ে। লাতিন আমেরিকার পাওয়ার হাউস খ্যাত দলটি এ পর্যন্ত ৩টি জয় পেয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা পেয়েছে দুই জয়। বাকি দুটি ম্যাচ ড্র হয়। এবার তাই আর্জেন্টিনার টার্গেট শুধু বিশ্বকাপে যাওয়া নয়; জয়ে সমতায় আনার টার্গেটও তাদের সামনে। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের আরও উচ্চতায় নেওয়ার টার্গেটেই মাঠে নামবে ব্রাজিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।