২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বিএনপি’র ইতালির ভেনিস শাখার কমিটি ঘোষণা

আবদুল আজিজ সেলিমকে সভাপতি এবং শমসের আকবর পলাশকে সাধারণ সম্পাদক করে ইতালির ভেনিস শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল ইতালি বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের স্বাক্ষরিত নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে অন্যান্যদের মধ্যে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি আলি হোসেন, সহসভাপতি জব্বার মাঝি, সহ-সভাপতি রিয়াজ শরিফ, সহ-সভাপতি শফিক হাসান, সহ-সভাপতি মিশর খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত রহমান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান এবং ১ নং সদস্য কবির শরিফ। এ ছাড়াও ৫ জন উপদেষ্টার মধ্যে একমাত্র প্রধান উপদেষ্টা শামিম দেওয়ানের নাম ঘোষণা করা হয়েছে।

আগামী ১১ জুনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করে তা অনুমোদনের জন্য ইতালি বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর পাঠানোর জন্য লিখিতভাবে ইতালি বিএনপির পক্ষ থেকে ভেনিসের নয়া সভাপতি এবং সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের ফেসবুক পেজে দেখা যায়, ইতালি বিএনপির আংশিক কমিটির তালিকা প্রকাশ করার মাত্র ১০ মিনিটের মাথায় রিয়াজ শরিফ এবং প্রায় এক ঘন্টা পর সিরাজ কামাল এই কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণায় তারা বলেন, নতুন কমিটিতে নাম দেওয়ার পূর্বে ইতালি বিএনপির কোনো নেতা তাদের সাথে কোনো আলোচনা করেননি। সুতরাং এই কমিটির সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা সভাপতি আবদুল আজিজের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইতালি বিএনপির কোনো নেতার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে ভেনিস বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তারা দুজনই ভেনিসের দলীয় নেতা কর্মীদের কাছে চরমভাবে বিতর্কিত। তারা দীর্ঘ দিন দলীয় কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেননি। ঘরে বসে ফেসবুকের মাধ্যমে দলের বিরুদ্ধে এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা প্রকারের অপ্রাচার, মিথ্যাচার করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেন। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য অতীতে বারবার ইতালি বিএনপির কাছে অভিযোগ করা হয়েছে। এবার তারা ফেসবুকের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি অসম্মান প্রদর্শন করেছেন।

বিশেষ সূত্রে জানা গেছে, রিয়াজ, কামালসহ ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্ট দীর্ঘ দিন সভাপতি আবদুল আজিজ সেলিমের সাথে বিরোধ সৃষ্টি করে রেখেছেন। তারা একজন সভাপতি এবং অপরজন সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে নিজেদের নাম দলীয় নেতা কর্মীদের মধ্যে প্রচারও করেছিলেন, কিন্তু হালে পানি পাননি। তাদের এসব কাজে উৎসাহ যোগান ভেনিসে বসবাসকারী ইতালি বিএনপির একজন নেত্রী। যিনি নেত্রী হওয়ামাত্র এক মাসের মাথায় ভেনিস বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন।

নয়া সভাপতি আবদুল আজিজ সেলিম এবং সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ এক বিবৃতিতে ইতালি বিএনপির সভাপতি হাজী আবদুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভেনিসে বসবাসকারী সকল জাতীয়তাবাদে বিশ্বাসী নেতা কর্মীকে ধন্যবাদ জানান।

ভেনিস জাতীয়তাবাদী যুব দলসহ সকল অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক কে অভিন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে আরো দুই দফায় ভেনিস কমিউনিটির জনপ্রিয় নেতা আবদুল আজিজ সেলিম সফলভাবে ভেনিস বিএনপির সভাপতির দায়িত্ব এবং সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।