২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বাঘিনীদের প্রতি কেন এই বৈষম্য?

তরতর করে এগিয়ে যাচ্ছে দেশের ক্রিকেট। না, বলা দরকার ছেলেদের ক্রিকেট। সেটা কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের জাদুর ছোঁয়াতেই হোক আর মাশরাফির অতুলনীয় নেতৃত্বগুণেই হোক। পাশাপাশি বেড়েছে ক্রিকেটারদের বেতন-ভাতা। বেড়েছে বিসিবির আয়। আইসিসি থেকেও নতুন আইনে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে বিসিবি। ৭ কোটি ৬০ লাখ থেকে একেবার ১৩ কোটি ২০ লাখ ডলার! কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে, জাতীয় চ্যাম্পিয়নশিপে নারী ক্রিকেটারদের ম্যাচ ফির অংক শুনলে লজ্জায় লাল হওয়া ছাড়া উপায় থাকবে না!

আমাদের সালমা, রুমানারা জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রতি ম্যাচে মাত্র ৬০০ টাকা করে ম্যাচ ফি পাবেন! যেখনে পুরুষ ক্রিকেটাররা জাতীয় লিগে প্রথম স্তরে ২৫ হাজার টাকা ম্যাচ ফি পেয়ে থাকেন। দ্বিতীয় স্তরে পান ২০ হাজার। বিসিএলে ম্যাচ ফি ৫০ হাজার টাকা। ছেলেদের জাতীয় লিগের মত বড় না হলেও মেয়েদের জাতীয় চ্যাম্পিয়নশিপ তো একদিনের ম্যাচ। তার পরও এত কম ফি নিয়ে খেলবেন মেয়েরা? আগামী ১৬ মে থেকে ৮টি বিভাগীয় দলকে নিয়ে কক্সবাজারে শুরু হবে মেয়েদের এই টুর্নামেন্ট। সেখানে এই ৬০০ টাকা ফি নিয়েই খেলতে হবে তাদের!

কিন্তু মেয়েদের ফি কেন এত কম? এর একটা গালভরা অজুহাত আছে বিসিবির। মেয়েদের ক্রিকেটের জন্য নাকি স্পন্সর পাওয়া যায় না। ছেলেদের ন্যাশনাল টিমের স্পন্সর স্বত্ব থেকে কোটি কোটি টাকা আসছে। কিন্তু মেয়েদের আলাদা স্পন্সর আসছে না। সেক্ষেত্রে ছেলেদের সঙ্গে মেয়েদের চুক্তি একত্রিত করা হচ্ছে। বিষয়টা এমন নয় যে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে প্রচুর স্পন্সর পেয়ে থাকে মেয়েদের ক্রিকেট। সবখানেই মেয়েদের স্পন্সর কম। কিন্তু তাই বলে ৬০০ টাকায় প্রতি ম্যাচ খেলতে হবে মেয়েদের? দেশের ক্রিকেটের এই উৎকর্ষের সময়ে এমন বৈষম্য সত্যিই লজ্জাজনক!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।