২৫ অক্টোবর, ২০২৫ | ৯ কার্তিক, ১৪৩২ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বাগানে গাছ কাটতে বাঁধা দেওয়ায় গুরুতর আহত মরিচ্যার সোহেল

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকায় গাছ কাটতে বাধা দেওয়ায় গুরুতর আহত হয়েছেন হলদিয়ার ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সদস্য ফরিদ আলমের ছেলে মোহাম্মদ সোহেল(২২)। গত ২৯ মে সকাল ১০টার দিকে হলদিয়ার পশ্চিম মরিচ্যার সোহেলের নিজ গাছের বাগানে এ ঘটনা ঘটে।

পশ্চিম মরিচ্যা সোহেলের গাছের বাগানে ঘাতক নাজির হোসেনের ছেলে নূর হোসেনের দায়ের কুপে মোহাম্মদ সোহেল গুরুতর আহত হলে সোহেল বাদী হয়ে উখিয়া থানায় ঘাতক নূর হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

আহত সোহেল বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত মাঝতে মাঝতে আমার গাছের বাগানের দিকে গেলে গাছচোর নুর হোসেন কে আমার বাগানের গাছ কাটতে দেখে আমি গাছ কাটতে বারন করি। গাছ কাটতে বারন করায় আমি বাগান থেকে চলে আসার সময় নুর হোসেন দা দিয়ে কুপিয়ে আমাকে অজ্ঞান অবস্থায় ফেলে রাখে।

আহত সোহেল ক্ষোভ প্রকাশ করে আরো জানান, আমাকে হামলাকারীর উপযুক্ত শাস্তি দাবি করছি। তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হউক।

স্থানীয়রা বলেন, চিৎকার শুনে তাদের হাতাহাতি দেখে আমরা ঘটনাস্থলে গেলে সোহেল কে দা দিয়ে কুপিয়ে ঘাতক পালিয়ে যায়। পরে আহত সোহেল কে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়েছেন ঘাতকের দায়ের কূপে সোহেলের হাতের হাড়ে বেশী আঘাত লেগেছে।

আহত সোহেলের চাচা মাহমুদুল হক(২৯) বলেন, ঘাতক নুর হোসেন একজন ডাকাত দলের সহপাঠী। আমার ভাতিজা সোহেলকে আহত করার পর ঘাতক নুর হোসেন আবার তার ডাকাত দলের সদস্যদের নিয়ে এসে এলাকায় আমাদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের নিরাপত্তা প্রত্যাশী।

৩০ মে শুক্রবার বিকেলে উখিয়া থানার সহকারি উপ পুলিশ পরিদর্শক বি এম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।