
বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মুহসিনিয়া পাড়া (হাঙর ঘাট) সংলগ্ন বাকঁখালী নদীর তীর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। হওয়া লাশের পরিচয় মিলেছে। শুক্রবার বেলা ১টার দিকে নদীর তীরে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। তার নাম মান্না (৩৩)। তিনি কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের আগে মরদেহটি পিএমখালী ইউনিয়নের মুহসিনিয়া পাড়ার হাঙর ঘাটস্থ বাঁকখালী নদীর মোহনায় ভাসছিল। তা দেখে স্থানীয়দের সহযোগিতায় লাশ কোলে তোলে আনার ব্যবস্থা করে সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বিকম। এরপর তিনি পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন যুবকটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তাকে মান্না বলে সনাক্ত করে তার পরিবারে খবর দেয়া হয়। মর্গে গিয়ে মা তাকে সনাক্ত করেন।
তার মা রোকসেনা আক্তার জানায়, ছেলে মান্না মানষিক ভারসাম্যহীন ছিল। দুইদিন ধরে তার কোন হদিস পায়নি পরিবার। তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার ছবি শনাক্ত করে মান্নার পরিচিতরা তাকে খবর দেয়। বিকেল ৫টা পর্যন্ত মা রোকসেনা আক্তার কক্সবাজার সদর হাসপাতালে ছেলের লাশের জন্য অপেক্ষা করছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান,খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহটি মর্গে আনা হয়েছে। কিভাবে মান্না মারা গেল তা খতিয়ে দেয়া হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আসল বিষয়টি
যানা যাবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।