৮ জুলাই, ২০২৫ | ২৪ আষাঢ়, ১৪৩২ | ১২ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

বাইশারীতে চাঁদা না পেয়ে রাবার প্লানটেশনের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

download
নাইক্ষ্যংছড়ি উপজেলার রাবার উৎপাদন সম্মৃদ্ধ বানিজ্য নির্ভর বাইশারীতে চাঁদা না পেয়ে রাতের আধারে প্রায় দশ লক্ষাধিক টাকার সম্পদ রাবার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার এ ঘটনার পর পরই ঘটনাস্থলে অভিযান চালায় বাইশারী পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, বান্দরবানের সিনিয়র আইনজীবি মুহাম্মদ আবুল কালাম এর মালিকানাধীন বাইশারী ইউনিয়নের ছাগলখাইয়াস্থ সানজিদা রাবার প্লানটেশনে বৃহস্পতিবার রাত অনুমান ১টার দিকে সশস্ত্র ৮/১০ জন দুষ্কৃতিকারী বাগানে প্রবেশ করে পাহারাদার বশির আলী (৪৫) ও রাবিয়া (৩৫)কে অস্ত্রের মুখে জিম্মী করে ফেলে। এক পর্যায়ে তারা বাগানে উৎপাদিত রাবার বাগানে অন্তত অর্ধ শতাধিক গাছ কেটে ব্যপক ধ্বংসলীলা চালায়। এসময় তারা বাগানে রক্ষিত বিভিন্ন মালামালে ব্যাপক ক্ষতি সাধন করে। দুষ্কৃতিকারীরা চলে যাওয়ার সময় বাগান মালিকের আরো বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বাগান সংশ্লিষ্ট আবু হুরাইরা সিকদার জানান, উৎপাদিত রাবার বাগানে দুষ্কৃতিকারীদের হামলায় অন্তত দশ লক্ষাধিক টাকার সম্পদ রাবার গাছ কেটে ক্ষতি সাধন করেছে। এতে বাগানে উৎপাদন হ্রাস পাবে। এর আগেও চাঁদার দাবীতে দুষ্কৃতিকারীরা হামলার হুমকি দিয়ে আসছিল।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ এসআই আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রামু উপজেলার মাঝিরকাটা, থিমছড়ি এলাকার কিছু চিহ্নিত দুষ্কৃতিকারী চাঁদা না পাওয়ায় সানজিদা রাবার প্লানটেশনে হামলা চালিয়ে গাছ কেটে দিয়েছে। খবর পেয়ে রাতে দূর্গম ছাগলখাইয়া এলাকায় অভিযান চালানো হয়। বহিরাগত এসব দুর্বৃত্তদের আটক পূর্বক আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।