১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

বাইশারী বাজার সংলগ্ন ব্রীজের কাজ চলছে কচ্চপের গতিতে

shomoy
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার সংলগ্ন কালবার্ড ব্রীজের নির্মাণ কাজ কচ্চপ গতিতে চলায় সাধারন মানুষ থেকে শুরু করে হাজারো শিক্ষার্থীর কষ্টের যেন শেষ নেই। বৃষ্টির মধ্যে ধ্বসে পড়া কালবার্ড ব্রীজ নির্মাণের কারনে ইতিমধ্যে উক্ত সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প ভাঙা সড়ক দিয়ে চলাচলে অনেকটা কষ্টের স্বীকার হচ্ছে সাধারন যাত্রীরা। দীর্ঘদিন ধরে কালবার্ড ব্রীজটি ধ্বসে পড়ায় বর্ষা মৌসুমে ধীরগতিতে চলছে নির্মাণ কাজ। যার কারণে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, শিক্ষার্থীরা দূর্ভোগের শিকার হচ্ছেন।
সরজমিনে দেখা যায়, ধ্বসে পড়া কালবার্ড ব্রীজটি পূনরায় নির্মাণের জন্য মাত্র চার জন শ্রমিক দিয়ে খোড়াখুড়ি চলছে। কাজে তেমন গতি নেই। অনেকটা ধীর গতিতে চলছে। একদিন কাজ চললে অন্য দিন বন্ধ। যার কারণে সাধারন মানুষ, ব্যবসায়ী ও স্কুল-পড়–য়া শিক্ষার্থীরা কাজের গতি কে কচ্চপের গতির সাথে তুলনা করে মন্ত্যব্য করতে শুনা যায়।
তাছাড়া বাইশারীর ব্যস্থতম সড়কের বর্তমানে বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় খানাখন্দে একটু বৃষ্টিতে পানি জমে যায়। জমে থাকা বৃষ্টির পানি যাওয়ার জন্য সরকারী ভাবে পানি চলাচল করার জন্য কোন ড্রেন না থাকার কারণে ব্যবসায়ীদের ব্যবসা করতে ও যানবাহন ও সাধারন মানুষের চলাচল ব্যহত শেষ নেই।
উক্ত সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে বাইশারী ইউনিয়নের স্কুল-পড়–য়া হাজারো শিক্ষার্থীরা। সড়কে পানি জমে থাকায় দোকানের বারান্দা দিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থীদের।
বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ শাহাব উদ্দিন ও শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা সভাপতি বলেন, উক্ত সড়ক দিয়ে প্রায় হাজারো শিক্ষার্থী নিয়মিত স্কুল-মাদ্রাসায় যাওয়া আসা করে। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবং বৃষ্টির মধ্যে ধ্বসে যাওয়া কালবার্ড ব্রীজ ধীরগতিতে নির্মাণের ফলে সড়ক দিয়ে শিক্ষার্থীরা চলাচলে বর্তমানে দূর্ভোগের শিকার হচ্ছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক যানবাহন সহ সাধারন মানুষ ও শিক্ষার্থীদের চলাচলে দূর্ভোগ কমাতে অতি শীগ্রই কালবার্ড ব্রীজের নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।