৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

গর্ভবতী মহিলা ও এতিম শিশুদের নগদ অর্থ প্রদান

বাইশারী পেঠান পাড়া মসজিদ পুকুরের সিড়ি উদ্বোধন

আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়িঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদ পুকুরের নতুন সিড়ির উদ্বোধন, এতিম ও গর্ভবতী মহিলাদের নগদ অর্থ সহায়তা প্রদান করেন ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি।
শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লীদর সাথে নিয়ে প্রথমে মসজিদ পুকুরের নতুন সিড়ি উদ্বোধন করেন। এসময় চেয়ারম্যান মোঃ আলম সকল মুসল্লীদের উদ্দেশ্য বলেন বর্তমান সারাদেশব্যপী চলছে করোনাভাইরাস মহামারী। এই ভাইরাস থেকে রক্ষা পেতে আমরা সকলে মহান মালিকের নিকট ক্ষমা চাই।
তিনি আরো বলেন এই পেঠান আলী পাড়া জামে মসজিদের পুকুর টি কেউ অবৈধ ভাবে দখল করতে চাইলে তাদের কে আইনের আওতায় আনা হবে পুকুর টি সরকারি ভাবে খনন করা হয়েছে দীর্ঘ ৪০ বছর যাবৎ মসজিদ পরিচালনা কমিটির মাধ্যমে মুসল্লী গন ওজু করে নামাজ আদায় করে আসিতেছে সুতরাং কেউ বাঁধা প্রদান করিলে অবশ্য তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্তা নেওয়া হবে এসম উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্য বলেন আমরা সকলে সামাজিক দুরত্ব মেনে চলি, শাবান দিয়ে হাত মুখ পরিষ্কার রাখি। পাশাপাশি নতুন সিড়িটি পেয়ে পেঠান আলী পাড়ার অনেক দুঃখ লাগব হল আজ থেকে। একটি সিড়ির জন্য শতশত মানুষ কষ্ট ছিল বলে চেয়ারম্যান তার বক্তৃতায় উল্লেখ করেন।
এছাড়া ইউপি চেয়ারম্যান গর্ভবতী মাও এতিম অসহায় শিশুদের মাঝে বাইশারী মডেল নূরানী ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করে করেন।


এসময় আরো বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুর রশিদ, যুবলীগ সাধারন সম্পাদক নুরুল আলম সহ সভাপতি সামশুল আলম,বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোঃ নুরুল আলম, পেঠান আলী পাড়া জামে মসজিদ খতিব মাওলানা মনজুরুল ইসলাম, হাফেজ আবদুল্লাহ জালাল আহমেদ, সমাজ সেবক মোঃ পেঠান আলী প্রমুখ।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করেন বাইশারী মডেল নূরানী ইবতেদায়ী মাদ্রাসা সুপার মাওলানা ইরফান আজিজী। তিনি যাদের আর্থিক সহযোগিতায়আ আজ মসজিদের সিঁড়ি, গর্ভবতী মহিলা,এতিম শিশুরা নগদ অর্থ পেল তাদের পরিবারের মৃত্যু পিতামাতার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।