১৪ ডিসেম্বর, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ২২ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের কাজ শেষ পর্যায়ে

ব্যবসা বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে বহুপ্রতিক্ষীত বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়কের কাজ শেষ পর্যায়ে। কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে এ সড়ক নির্মাণ করা হচ্ছে।

যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে বলেছেন, মৈত্রি সড়ক বাংলাদেশের-মিয়ানমার মৈত্রী সড়কের উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হলে চীন ও থাইল্যান্ডসহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এতে উভয় দেশের সঙ্গে সামাজিক, ব্যবসায়ীক, সংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রসার ঘটবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে আঞ্চলিক সম্পর্ক ও পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে দু’দেশের মধ্যে সম্প্রীতির বন্ধ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ২০১৫ সালে মৈত্রী সড়ক প্রকল্প হিসাবে গ্রহণ করা হয়। প্রথমে ৫৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যায় নির্ধারণ করে জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) ধরা হলেও পরবর্তীতে তা ৮৪ কোটি ৪৩ লাখ। ২০১৭ সালের জুন মাসের মধ্যে এ মহা প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সময় নির্ধারণ করা হয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা যায়, বর্তমানে উক্ত প্রকল্পটির ব্যায় আরো বাঁড়ানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ১৬ ইসিবি এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
ঢাকা চেম্বার এন্ড কমার্সের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দরা বলেন, সড়কটি বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার ইকোনমিক করিডোরের প্রস্তাবিত রুট। সড়কটি বাংলাদেশ-মায়ানমারের মধ্যে একমাত্র সরাসরি সড়ক করিডোর। এ সড়ক ব্যবহার করে একদিকে চীনের কুনমিং অপরদিকে থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্ত যাওয়া যাবে।
এদিকে চলতি অধিবেশনে জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক হচ্ছে। চুক্তি অনুসারে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালি পয়েন্ট হতে বান্দরবান পার্বত্য জেলার গুনদুম সীমান্তে এ সড়ক নির্মাণ করা হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, চার লেন বিশিষ্ট দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কে ‘স্লো মুভিং ভিহিকল’ এর জন্য উভয় পাশে পৃথক লেন থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।