৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ

বাংলাদেশ এখন পুরোটাই কারাগার, ১৬ কোটি জনগণ বন্দি-কাজল


সংবাদ বিজ্ঞপ্তি:: ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবসের সভায় বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেছেন, আওয়ামী লীগের জুলুম-নির্যাতনে বাংলাদেশ এখন পুরোটাই কারাগার। তাদের অপশাসনে দেশের ১৬ কোটি জনগণ বন্দি। মানুষ মুক্তির পথ খোঁজছে। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে জনতার মুক্তির একমাত্র পথ।
দেশব্যাপী ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির আলোকে শুক্রবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় লুৎফুর রহমান কাজল প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নিজেদের জয় ঘোষণা নেয় আওয়ামী লীগ। তাই ৫ জানুয়ারী ইতিহাসে একটি কলঙ্কিত দিন। আওয়ামী লীগ এখন অবলিলায় মিথ্যাচার করছে। মামলাকে হাতিয়ার হিসেবে নিয়ে বিএনপি নেতাকর্মীদের দমন করছে।
কাজল বলেন, মুখে মুখে মুক্তির মুক্তিযোদ্ধের চেতনার কথা বললেও বিরোধী দলের সভা-সামবেশের অধিকার হরণ করছে। নিজেরা ডাকঢোল পিটিয়ে সভা করছে। অথচ বিরোধী মতের দলগুলোর সভায় বিধিনিষেধ আরোপ করছে। এ আওয়ামী লীগের কাছে কারো নিরাপত্তা নেই। তাদের বিদায় দেয়ার সময় হয়েছে।
জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামিম আরা স্বাপ্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, সহ-সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ ও আতাউল্লাহ বোখারী।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দিন মনিরের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়ার জিসান উদ্দিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার, জেলা ছাত্র দলের সভাপতি রাশেদুল হক রাসেল, জেলা যুব দলের যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আবছার কামাল, পৌর শ্রমিক দলের সভাপতি এস্তাক আহমদ, আইন কলেজ ছাত্র দলের সভাপতি মিজানুল আলম, কক্সবাজার সরকারী কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সিকদার, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন।
সভার সমাপনীতে সভাপতির বক্তৃতায় শাহজাহান চৌধুরী গত দুই দিন জেলায় বিএনপি নেতাকর্মীদের বাসা বাড়ীতে পুলিশী হয়রানী-তল্লাসীর নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার তাদের চোখে মুখে অন্ধকার দেখছে। তারা এখন অনেকটা খাদের কিনারায় গিয়ে পৌঁছেছে। জনগণের উপর তাদের আস্থা বলতে নেই। এ কারণে বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড়ের পথ খোঁজছে। সৈরাচারী এই সরকারকে বিদায় জানাতে দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ খান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।