৩০ আগস্ট, ২০২৫ | ১৫ ভাদ্র, ১৪৩২ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

বর্ষসেরা রোনালদো, মেসি চার নম্বরে!

cr7একটি ফুটবল ওয়েবসাইটের সমীক্ষায় বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে উরুগুয়ে ও বার্সেলোনার তারকা লুই সুয়ারেজ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্সের ফুটবলার আঁতোয়া গ্রিজম্যান। অবাক করার মতো ঘটনা হল, বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি পেয়েছেন চতুর্থ স্থান।

সারা বিশ্বের সাংবাদিকরা পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা ফুটবলার বেছে নিয়েছেন। গত ১২ মাসে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন রোনালদো।

রিয়ালকে উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পাশাপাশি দেশকে ইউরো কাপ চ্যাম্পিয়ন করেছেন রোনালদো। তিনি ২০১৫-১৬ মরশুমে ৫১ গোল করেছেন। প্রথম ফুটবলার হিসেবে টানা চারটি ইউরো কাপে গোল করার রেকর্ড গড়েছেন ‘সিআরসেভেন’। ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে সবচেয়ে বেশি গোল করার হিসেবে ফ্রান্সের প্রাক্তন তারকা মিশেল প্লাতিনির সঙ্গে একাসনে রোনালদো। দু জনেরই গোলসংখ্যা ৯।

বর্ষসেরার পুরস্কার পাওয়ার পর রোনালদো বলেছেন, ‘ফের এই স্বীকৃতি পাওয়া সম্মানের। এটা আমার ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের জন্য। আমি খুব খুশি। খুব গর্ব হচ্ছে। লক্ষ্য, ব্যক্তিগত প্রচেষ্টা এবং সতীর্থদের সাহায্য ছাড়া কোনও সাফল্য অর্জন করা সম্ভব হয় না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

মেসিও ২০১৫-১৬ মরশুমে ক্লাব ও দেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। আর্জেন্টিনা শতবর্ষের কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে হেরে যায়। মেসি টাইব্রেকার মিস করেন। সেটাই সম্ভবত তাঁর বিপক্ষে গিয়েছে। এই পুরস্কার চালু হওয়ার পর এই প্রথম সেরা তিন ফুটবলারের মধ্যে নেই মেসি। গতবার তিনিই সেরা হয়েছিলেন। কিন্তু এবার তিন ধাপ নেমে গেলেন।-এবিপি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।