২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৬ আশ্বিন, ১৪৩২ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে “যায়যায়দিন” এর ১০ম বর্ষ উৎসব

IMG_

“দেশের ১৬ কোটি মানুষের জন্য প্রতিদিন” শ্লোগানকে ধারন করে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন দশম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে যায়যায়দিন এর ১০ বছরে পদার্পণ উৎসব র‌্যালী ও কেক কেটে উদযাপিত হয়েছে। ৬ জুন সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষোত্তর কক্সবাজার প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

শুরুতে কক্সবাজার জেলা প্রতিনিধি জাবেদ আবেদীন শাহিন স্বাগত বক্তব্যে রাখেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর সভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নুরুল আবছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক এসএম আমিনুল হক। এসময় যায়যায়দিনের র‌্যালী ও কেক কাটা উৎসবে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও স্থানীয় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি নুরুল আবছার তার বক্তব্যে বলেন, যায়যায়দিন ১০ম বছরে ১৬কোটি মানুষের আস্থায় পরিনত হয়ে দেশসেরা জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি পত্রিকাটি আগামীতে দেশের মানুষের মাঝে আরও সুনাম ও খ্যাতি অর্জন করবে বলে বিশ্বাস করি। কক্সবাজারে রয়েছে যায়যায়দিনের অস্যখ্য পাঠক। এ অর্জন আগামীতে ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, সংবাদ ও সাংবাদিকতা মানুষের উপকারের সংশ্লিষ্টতায় বস্তুনিষ্ট উপাদান হিসেবে জাতির কাছে তুলে ধরতে হবে। তিনি যায়যায়দিনের উত্তোরোত্তর সফলতা কামনা করেন। পরে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ও বৈশাখী টিভির কক্সবাজার প্রতিনিধি শফি উল্লাহ শফি, দৈনিক আজকের কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও জিটিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ সেলিম, কক্সবাজার সম্মিলিত স¦াংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, দৈনিক কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক দুলাল বড়–য়া, মোহনা টিভির উখিয়া প্রতিনিধি আমিনুল হক আমিন, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার ওমর ফারুক হিরু, সমুদ্রকন্ঠের স্টাফ রিপোর্টার ছৈয়দ আলম।

এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার খবর ডটকমের সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, দৈনিক সমুদ্রকন্ঠের চীপ রিপোর্টার মইন উদ্দিন, আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার আরফাতুল মজিদ, সকালের কক্সবাজারের স্টাফ রিপোর্টার নুরুল আজিম নিহাদ, সাগরদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার কল্লোল দে চৌধুরী, কক্সবাজার বার্তার ম্যানেজার ওসমান গণি, কক্সবাজার আলো ডটকমের আমিনুল কবির, আবদুল গফুর ও নাদির হোছেন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।