১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য, বন পরিবেশ ও জয়বায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেছেন- বাংলাদেশকে আরও উন্নয়নের সোপানে নিয়ে যেতে হলে অবশ্যই শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় থাকতে হবে। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকেন তাহলে বাংলাদেশ আবারও পিছিয়ে যাবে শতবছরের জন্য। বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশকে ফের জঙ্গীরাষ্ট্র বানিয়ে ফেলবে। কোন অবস্থাতেই তাদের হাতে রাষ্ট্রক্ষমতা দেওয়ার সুযোগ নেই। এজন্য দেশের মানুষকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। এজন্য দলের সকল নিবেদিত কর্মী-প্রাণ ইস্পাত-কঠিণ ঐক্যের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে একযোগে মাঠে কাজ করতে হবে।

এমপি জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে। তিঁনি শনিবার (১৭ জুন) দুপুরে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মীসভায়।
বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিআরডিবির চেয়ারম্যান আবদুল হাকিম, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল কাদের, উপজেলা আওয়ামী লীগ নেতা হায়দার আলী, রণি চৌধুরী, শ্রমিক লীগ নেতা ইসমাইল হোসেন ধলু, বেলাল উদ্দিন, বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।