২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

বনবিভাগের অভিযান; কক্সবাজারে ২৫ একর বনভুমি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

ফলজ চারা লাগিয়ে বনভুমি জবর দখলের চেষ্টাকারী একটি চক্রের হাত থেকে কক্সবাজারের প্রায় ২৫ একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজার রেঞ্জের চেইন্দা বিটের চেইন্দা মৌজার ওই বনভূমি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।
স্থানীয় ও বনবিভাগ সূত্র জানায়, চেইন্দা মৌজার প্যরিতক্ত বনভুমিতে স্থানীয় একটি মহল ফলজ চারা ও আনারস বাগান করার চেষ্টা করছিল। এই কারণে স্থানীয় গোষ্ঠীটি বনভূমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে নানা জাতের ফলজ চারা রোপন করে।
এবিষয়ে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, বনবিভাগের অনুমতি ছাড়া একটি মহল সরকারী বনভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপনের মাধ্যমে বনভুমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এব্যাপারে স্থানীয় বিট কর্মকর্তা একাধিক বার বাঁধা প্রদান করে। কিন্তু গোষ্ঠীটি বাঁধা মানেনি। এই কারনে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে জবরদখলের আওতায় থাকা বনভুমি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জবরদখল উচ্ছেদ পূর্বক সামাজিক বনায়নের আওতায় আনার জন্য সরকারি ভাবে নার্সারী করা হয়েছে। সেখানে ২০২২-২৩ অর্থ বছরেব প্রস্তাবিত বাগানের সাইনবোর্ড দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।