১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৩০ ভাদ্র, ১৪৩২ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

‘বন প্রহরীর অপকর্মের সহযোগিতাকারি তদন্তকারি কর্মকর্তা!

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জের দূর্নীতিবার বন প্রহরী আক্তার কামালের বিষয়ে অবশেষে তদন্ত চলছে। তবে নিরপেক্ষ কোন কর্মকর্তাকে নয়, খোদ গুণধর বন প্রহরীর তদন্ত করছেন অবৈধ লেনদেনে জড়িত থাকা তারই বন রেঞ্জ কর্মকর্তা আবদুস সবুর মিয়াকে। যার কারনে এতদিন ধরে অভিযোগ করে আসা ভোক্তভোগীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার কারনে বনকর্মীরা ভোক্তভোগী জনসাধারণের তোপের মুখে পড়ার সম্ভাবনা তৈরী হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জে কর্মরত বন প্রহরী আক্তার কামাল বর্তমান কর্মস্থলে যোগদানের পর থেকে নানা রকম দূর্ণীতি, অনিয়ম ও কাঠ পাচারে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। সম্প্রতি উক্ত বন প্রহরীর ধারাবাহিক দূর্ণীতির অভিযোগের কারনে ভোক্তভোগী জনসাধারণ বন বিভাগের সর্বোচ্চ ক্ষমতাধর প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে। এর পর থেকে বিভিন্ন গণমাধ্যমে উক্ত বন প্রহরী আক্তার কামালের ধারাবাহিক সংবাদ প্রকাশের পর লামা বিভাগীয় বন কর্মকর্তা এ তদন্তের নির্দেশ দেন।
এব্যপারে তদন্তকারী নাইক্ষ্যংছড়ি বন কর্মকর্তা আবদু সবুর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। তবে এসময় তিনি বন প্রহরী আক্তার কামাল ‘ম্যান হিসেবে ভাল’ বলে ভূয়সী প্রশংসা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।