১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

বঙ্গোপসাগর থেকে ২১ কোটি টাকার ইয়াবা জব্দ করলো কোস্টগার্ড

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফের দক্ষিণের বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের উত্তরের এক চরে অভিযান চালিয়ে প্রায় ২১ কোটি টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার পিস বড় ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় ইয়াবা বহনকারি বোটটিও জব্দ করা হলেও সাগরের উত্তাল পরিস্থিতির জন্য তা কূলে নিয়ে আসা সম্ভব হয়নি। আর রাতের আঁধারে বোটে থাকা পাচারকারিরাও কৌশলে পালিয়ে যায়। এমনটি জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সজীব।

তিনি জানান, একদল মাদক পাচারকারি ট্রলারযোগে সাগরপথে মাদকের চালান আনছে এমন খবর পেয়ে তাঁর নেতৃত্বে কোস্টগার্ডের একদল সদস্য বঙ্গোপসাগরে অভিযানে যায়। সেন্টমার্টিনদ্বীপের উত্তরের সাগর দিয়ে এশটি ট্রলার আসছে দেখে তাকে থামানোর নির্দেশনা দেয়া হয়। কোস্টগার্ড দেখে ট্রলারটি স্পীড বাড়িয়ে চলে যাচ্ছিল। কোস্টগার্ডও পিছু নিলে মাদক পাচারকারিরা পলিথিনের ব্যাগে ভরে বেশকিছু ইয়াবা সাগরে ভাসিয়ে দেয়। তাদের ফেলে দেয়া ইয়াবার বস্তাগুলো সাগর থেকে তুলে নেয় অভিযানকারিরা। পরে তাদের ধাওয়া করলে মাদকপাচারকারিরা ঐচরে ট্রলারটি ভিড়িয়ে অন্যপ্রান্ত দিয়ে অপরট্রলারে পালিয়ে যায়। চরে আটকানো ট্রলারটি তল্লাশী চালিয়ে আরো ইয়াবা পাওয়া যায়। যা পরবর্তীতে ক্যাম্পে এনে গুনে প্রায় ৪ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ২১ কোটি টাকা।

তিনি আরো বলেন, অভিযান শেষ হতে রাত হয়ে যাওয়া ও সাগর উত্তাল থাকায় মাদকপাচারকারিদের ধরা কিংবা ট্রলারটিও তীরে আনা সম্ভব হয়নি। শনিবার দুপুর পর্যন্ত সেটা সেখানেই রয়েছে। তাদের ফেলে দেয়া অন্যকোন বস্তা পাওয়া যায় কিনা সেটা খুঁজ করজে কোস্টগার্ডের অপর অভিযানিক টীম, এমনটি উল্লেখ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।