২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে খুনিয়া পালং ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত

ফ্রান্সে মহানবীকে (সা.) নিয়ে ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে খুনিয়া পালং ইউনিয়নে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এসময় ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জনের ডাক দেয়া হয়।

সোমবার আছরের নামাজের পূর্বে থেকে বানিয়ার দোকান স্টেশনে,ইউনিয়নের আলেম-উলামা ও যুব সমাজের সমন্বয়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাংবাদিক আব্দুল মাবুদ বলেন, ফ্রান্সে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় সহযােগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুসলমানদের হৃদয় স্পন্দন বিশ্বনবী মুহম্মাদ (সা.) এর ব্যাঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দুইশাে কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। সেই সাথে এসব ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করবে না বলে জানিয়ে বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রোঁ।

মানব বন্ধনের প্রদান সমন্বয়ক হাফেজ মৌলানা আবু নাছের ব্যক্তবে বলেন ফ্রান্স সরকার প্রধান গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত করেছে। তাই মুসলমানদের ইমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা। ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও তারা জোর দাবি জানান।

মানব বন্ধনের প্রধান উপদেষ্টা মাওলানা আলী আহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,
প্রধান অতিথি হিসেবে জনাব সাংবাদিক আব্দুল মাবুদ চেয়ারম্যান ৯নং খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি: রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব মাওলানা আব্দুল খালেক কাওসার সাহেব, মারকাযুল হুদা আল উসলামী মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা কেফায়ত উল্লাহ সাহেব, রুমখাঁপালং ইসলামীয়া আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মাওলানা আব্দুল্লাহ এম এম,জনাব আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী, জনাব মাওলানা মুফতি ফজলুল করিম হলোদিয়া পালং উখিয়া, মাওলানা নূরুল হুদা সাহেব ধেছুয়াপালং, ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা ক্বারী আবু নাছের সাহেব, ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব আব্দুল্লাহ বিদ্যুৎ, কালোয়ারখলা রহমানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা নূরুল আলম সাহেব, মাওলানা শামসুল আমীন সাহেব কেছুবনিয়া, মাওলানা নূর হোছাইন সাহেব, পূর্ব ধেছুয়াপালং, মাওলানা ফখরুল ইসলাম দারিয়ার দিঘী, মাওলানা ছালামত উল্লাহ দারিয়ার দিঘী, মাওলানা আব্দুল গফুর বড়ঢেবা দারিয়ার দিঘী, মাওলানা ক্বারী আবু তাহের, সুলতান আহমদ মেম্বার, জহির উদ্দীন চৌধুরী, মুজিবুর রহমান সিকদার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।