৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ফেসবুক ব্যবহার করছে ২০০ কোটি মানুষ

২০০ কোটি মানুষ এখন নিয়মিত ফেসবুক ব্যবহার করছে।

অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি মানুষ এখন এই সামাজিক যোগাযোগমাধ্যমের সদস্য বা এর সঙ্গে যুক্ত আছে।

২০০৪ সালে যাত্রা শুরু করা ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন বিশ্বের যে কোনো দেশের জনসংখ্যার চেয়ে বেশি। আর বিশ্বের সাত মহাদেশের মধ্যে ছয়টির যে কোনোটির জনসংখ্যার চেয়েও এ সংখ্যা বেশি।

মঙ্গলবার এক ঘোষণায় এমনটিই জানিয়েছে ফেসবুক ইনকরপোরেটেড। ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, ‘এই পথচলায় আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক অথবা ম্যাসেঞ্জারে যুক্ত এমন অন্তত দুইশ কোটি নিবন্ধিত ব্যবহারকারী আছে, যারা মাসে অন্তত একবার এ মাধ্যম ব্যবহার করছে।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিওমি গ্লিট জানিয়েছেন, প্রতিদিন গড়ে ৮০ কোটি ব্যবহারকারী ফেসবুকে কোনো না কোনো বিষয়ে লাইক দিচ্ছে।
হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের মালিকানা ফেসবুকের থাকলেও সেসব মাধ্যমের ব্যবহারকারীকে এই তালিকায় যুক্ত করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুক প্রথম ১০০ কোটি ব্যবহারকারীর সংখ্যায় পৌঁছে পাঁচ বছর আগে ২০১২ সালে। আর এ বছরের ৩১ মার্চ ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের গ্রাহকসংখ্যা ১৯৪ কোটির ঘর অতিক্রম করেছে।

অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে তুলনামূলকভাবে ফেসবুকের কাছাকাছি অবস্থানে আছে চীনের উইচ্যাট। মে মাসের হিসাব অনুযায়ী উইচ্যাটের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯৩ কোটি ৮০ লাখ।

ইউরোপ-আমেরিকায় ফেসবুকের প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সক্রিয় গ্রাহক সংখ্যা এপ্রিল পর্যন্ত ছিল মাত্র ৩২ কোটি ৮০ লাখ, আর স্ন্যাপচ্যাটের গ্রাহক মাত্র ১৬ কোটি ৬০ লাখ।

প্রসঙ্গত, ১৩ বছর আগে ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে নিজ কক্ষে কৌতুহলবশত ফেসবুক শুরু করেছিলেন মার্ক জাকারবার্গ ও তার সহযোগীরা। এখন এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ছড়িয়ে আছে বিশ্বের সব প্রান্তে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।