৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ

ফেসবুক পোস্টের কমেন্টেও রিঅ্যাকশন বাটন

সাম্প্রতিক সময়ে ফেসবুক তাদের সেবা আরো বৃদ্ধি করছে। কিছুদিন আগের এফ এইট সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নিত্যনতুন সেবা যুক্ত করতে হয়। না হলে অ্যাপলের মতো প্রতিষ্ঠানের বিক্রিও কমে যায়। মানুষ শুধু ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভাবে না, তাদের চাহিদা পূরণ না হলে শুধু ব্র্যান্ড নিয়ে পরে থাকে না।

তাই ফেসবুক নতুন সেবা হিসেবে নিয়ে এসেছে, পোস্টের কমেন্টেও রিঅ্যাকশন বাটন। এর ফলে ব্যবহারকারীরা পোস্টের কমেন্টে ইমোজি দিয়ে রিঅ্যাকশন দিতে পারবে, আগে যা শুধু ছিল শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে।

 


অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক দিন দিন যেখানে নতুন পরিষেবা নিয়ে আসছে, সেখানে ফেসবুক এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। ফেসবুক শুধু এশিয় অঞ্চল নিয়ে ভাবে না। এশিয়ায় ফেসবুকের তেমন প্রতিদ্বন্দ্বী না থাকলেও ইউরোপ আমেরিকায় স্ন্যাপচ্যাট থেকে শুরু করে আরো অনেক সোশ্যাল নেটওয়ার্ক জনপ্রিয়। তাই বাজারে টিকে থাকতে ব্যবহারকারীদের পছন্দের গুরুত্ব দিতে হবে এটা ফেসবুক কর্তৃপক্ষ ভালোভাবে বুঝে গেছে।

তাই কমেন্ট অপশনেও রিঅ্যাকশন বাটন সুবিধা নিয়ে এলো ফেসবুক। এই সুবিধা পেতে হলে আপনার ফেসবুক অ্যাপটি হালনাগাদ থাকতে হবে। যদিও এটি একটি পরীক্ষামূলক সেবা, তবে ধরে নেয়া হচ্ছে এটা স্থায়ীভাবেই থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।