১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

ফেনীতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং : লক্ষাধিক টাকা অর্থদণ্ড

ফেনীতে পুরো রমজান জুড়ে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।  সোমবার ফেনীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় মহিপাল বনফুলের  ডেলিকো দই-এর মেয়াদ ও মোড়কের গায়ে কোন লেখা না থাকায় ম্যানেজার মুজিবুল হক (৩৫) কে  ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। এছাড়াও মহিপালের ফ্লাইওভারের নিচে ফুটপাথ দখল করে দোকান করার দায়ে আলী আহম্মেদ রনি (২৫) ও মোহাম্মদ ইসমাইল (৪৮) ৩ হাজার করে কে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

রাস্তায় অবৈধ পার্কিং, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীনভাবে গাড়ি চালানোর অপরাধে মোট ৬ সিএনজি চালককে সর্বমোট ৭ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ভিতরের বাজারের দরবার মশলাকে  অনুমোদনহীন ও মানহীন তেল ও মশলাসহ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার সুমন ত্রিপুরা ( ৩২) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মনিটরিং করা হয় এফ রহমান এসি মার্কেটের কাপড়ের বাজার। এ সময় ভাউচারবিহীন চোরাই শাড়ি রাখার অপরাধে সাব্বির শাড়িস এর লিটন সাহা (৩৭) ও লামিশা শাড়িস এর কাজী আব্দুল মোমিন (৪৮) কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া, বি আর টি এ ইন্সপেক্টর মাহবুব রাব্বানি ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।