১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

ফাইনালে বার্সেলোনা

এমন ম্যাচ বলেই ছিল উত্তেজনা। লাল আর হলুদ কার্ডের ছড়াছড়ির ম্যাচে কোপা দেল রের ফাইনালে উঠেছে বার্সেলোনা। ফিরতি লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেই শিরোপা নির্ধারণী লড়াইয়ে পৌঁছেছে কাতালানরা। দুই লেগে বার্সার অগ্রগামিতা ছিল ৩-২।

অবশ্য একমাত্র গোলটি করেছিলেন লুই সুয়ারেসই। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও শুরুতে ৪৩ মিনিটে গোল করেন উরুগুয়ের এই তারকা। দলকে ফাইনালে পৌঁছালেও লাল কার্ড দেখায় সেই ম্যাচে খেলতে পারবেন না সুয়ারেস। এছাড়া আগেই হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারেননি নেইমার।

এই ম্যাচ জিততে চেষ্টার কমতি ছিল না বার্সার। দ্বিতীয়ার্ধে আঁতোয়া গ্রিজম্যান গোল করলেও ভুলভাবে একে অফসাইডের ফাঁদে ফেলেন রেফারি। একইভাবে লিওনেল মেসিও চেষ্টা করেছিলেন। কিন্তু মেসির ফ্রি কিক এসে লাগে বারে।

ম্যাচে যে উত্তেজনা ছিল তার প্রমাণ তিন লাল কার্ড আর ৮ হলুদ কার্ড। শেষ দিকে বার্সা ৯ জনের দলে আর অ্যাতলেতিকো ১০ জনের দলে পরিণত হয়। এর আগেই ৮৩ মিনিটে সমতায় ফেরে অ্যাতলেতিকো। গোল করেন গামেইরো।

দ্বিতীয়ার্ধে গোল করার সহজ সুযোগ পেয়েছিল অ্যাতলেতিকোও। ৭৯ মিনিটে পিকে গামেইরোকে ফাউল করলে পেনাল্টি পায় অ্যাতলেতিকো। কিন্তু সহজ গোলের সুযোগ পেয়েও ক্রসবারের উপরে দিয়ে বল মারেন গামেইরো।

ফাইনালে আলাভেস ও সেল্তা ভিগোর মধ্যকার ম্যাচ জয়ীর বিপক্ষে খেলবে বার্সেলোনা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।