২৬ ডিসেম্বর, ২০২৫ | ১১ পৌষ, ১৪৩২ | ৫ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা

ফাইতং সড়কে ডাকাতি: দুই আরোহীকে বেধেঁ নগদ টাকাসহ মোটর সাইকেল লুট

লামা উপজেলার ফাইতং ইউনিয়নের প্রধান সড়কে শুক্রবার ভোররাত ২টায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত ১২/১৩ জনের ডাকাত দল অস্ত্র ঠেকিয়ে লুটে নেয় দুই ব্যবসায়ীর নগদ টাকা, মোবাইল সেট ও একটি এফাসি ১৮০ সিসি (হলুদ রঙ) মডেলের মোটর সাইকেল। ডাকাত কবলিত ব্যবসায়ীরা হলেন-বরইতলী ইউনিয়নের শান্তি বাজার গ্রামের বাসিন্দা মো: ইছাহকের পুত্র কাঠ ব্যবসায়ী মো: রুবেল ও ফাইতং ৪নং ওয়ার্ডের খেদারপাড়ার বাসিন্দা নুরুল হোছাইনের পুত্র জামাল হোছাইন এ ঘটনায় স্থায়ী ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
ভুক্তভোগি ব্যবসায়ী মো: রুবেল জানান, শুক্রবার ভোররাত আনুমানিক দু‘টার দিকে ব্যবসায়ীক কাজ শেষ করে তার অপর সহযোগি ব্যবসায়ী জামাল হোছাইনকে নিয়ে (এফাসি ১৮০ সিসি হলুদ রঙের) মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফাইতং প্রধান সড়কের ফাইতং হাইস্কুলের পশ্চিম পার্শ্বে পৌছামাত্র মুখো পরিহিত ১২/১৩ জনের একদল স্বশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে তারা দুজনকে আটকে ফেলে।
রুবেল আরও জানান, আটক করার পর ডাকাত দল তারা দু‘জনকে বেদম প্রহার করে। এমনকি তাকে কুপিয়ে জখম করে হাতপা বেঁেধ নির্জন অরন্যে নিয়ে ফেলে রাখে। পরে অনেক চেষ্টার পরে দু‘জন বন্দিদশা থেকে মুক্ত হলে দেখে রাস্তায় গাড়ি নেই। গাড়ির মডেল (এফাসি ১৮০ সিসি হলুদ রঙ)। এর আগে ডাকাতদল তারা দু‘জনের নিকট থেকে নগদ ৮ হাজার টাকা ও ২টি মোবাইল সেট নিয়ে নেয়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁিড়র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।