২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

প্লে অফ থেকে ছিটকে গেল কোহলির বেঙ্গালুরু!

মুম্বাইয়ের ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহালি। শুরুটা মোটেও ভালো হয়নি। তাই রানটাও সুবিধার হলো না। সর্বসাকুল্যে ১৬২ রান তুলতে সক্ষম হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১ বল আর ৫ উইকেট হাতে রেখেই সেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল কলকাতা। আর আজকের পরাজয়ে আইপিএল টেন থেকে ছিটকে গেল আরসিবি। ১১ ম্যাচে ৮টিতে হেরে কোহলিদের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। বাকি আর তিনটি ম্যাচ। সুতরাং লিগের শেষ তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফের আশা নেই বিরাট কোহলিদের।

ওপেন করতে নেমে ১৪ বলে ২ ছক্কায় ২০ রান করে প্যাভেলিয়নে ফিরে যান বিরাট কোহালি। তার আগে মাত্র ১৭ রান করে আউট হন অপর ওপেনার মনদীপ সিং। ৩ নম্বরে নেমে ট্রেভিস হেডের রান ১২। প্রথম তিন ব্যাটসম্যান হতাশ করার পর বেঙ্গালুরু ব্যাটিংয়ের হাল ধরেন এবি ডি ভিলিয়ার্স ও কেদার যাদব। ২৭ বলে ৩ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৪৩ রানের ইনিংস খেলেন এবি। এরপর কেদার যাদবের ২৮ আর নেগির ৩৫ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে অধিনায়কচিত ইনিংস খেলেন রোহিত শর্মা। ৩৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রোহিত। ওপেনার পার্থিব পটেল কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। আর এক ওপেনার জস বাটলার ২১ বলে করেন ৩৩ রান। তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ৩ নম্বরে ব্যাট করতে নামা নীতিশ রানা। ২৮ বলে ২৭ রান করেই ফিরে যান তিনি। এরপর রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে মুম্বাই জয়ের স্বাদ পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।