৬ অক্টোবর, ২০২৫ | ২১ আশ্বিন, ১৪৩২ | ১৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় বৃত্তি পেলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২৯শিক্ষার্থী

কক্সবাজারের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ‘চকরিয়া কোরক বিদ্যাপীঠ’ এবছরও পিইসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। সাফল্যের ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২৯ শিক্ষার্থী পিইসিতে বৃত্তি পেয়ে আবারও উপজেলার শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে। তারমধ্যে ২৪জন পেয়েছে ট্যালেন্টপুল ও ৫জন পেয়েছে সাধারণ গ্রেডে বৃত্তি।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের বলেন, ২০১৬ সালে অনুষ্টিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় কোরক বিদ্যাপীঠ থেকে ১৮৯জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেন। তারমধ্যে ৫৫জন পেয়েছেন এপ্লাস। তিনি বলেন, গত ১০ এপ্রিল চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত পিইসি পরীক্ষার ফলাফলে অংশ নেয়া শিক্ষার্থীর মধ্যে ২৯জন বৃত্তি পেয়েছেন। তারমধ্যে ২৪জন পেয়েছেন ট্যালেন্টপুল ও অপর ৫জন পেয়েছেন সাধারণ গ্রেডে বৃত্তি।
ট্যালেন্টপুল প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আলিফ ইয়াছির, মুমতাসির আরাফাত, রবিউল আতাহার, জায়েদুল ইসলাম, ওয়াসেফ আবিয়াজ, মিনহাজুল ইসলাম, রুবাইয়েত ইবনে সাজিদ, তৌফিকুল কাদের আকিব, শরিফুল হায়দার, আবু সুফিয়ান আবিদ, তাওহীদ শাহরিয়ার, নাহিদুল ইসলাম সা-আদ, সেলিয়ার হোছাইন, সেলভিয়া, জ্যোতি দাশ, ইশরিকা মুমতারিন ঐশী, ফারিহা নওশীন প্রথিলা, সামিহা নাছির, অংকিতা মুহুরী তন্দ্রা, তাসনিয়া আলম তামিম, নুঝাত নাওয়ার ইমা, সামিয়া ফাইরুজ, বুশরা হক, ফারিজা নুর আছফা। অপরদিকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন সুদ্বীপ ধর, মালিহা বিনতে শিরিন, সাকিয়া জাহান সামা, তাসনিয়া হক ইকরা ও আবু হাসনাত রাকিব।
চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষক মন্ডলীর সার্বিক প্রচেষ্ঠা এবং ক্লাস নির্ভর লেখাপড়ার মান্নোয়নের কারনেই প্রতিবছর জেএসসি ও পিইসি পরীক্ষায় শতভাগ পাশ করে অসাধারণ সাফল্য অর্জন করে আসছে। প্রতিবছরের মতো পিএসসিতে এবছরও শিক্ষার্থীরা বিপুল পরিমাণ বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ধরে রেখেছে। তিনি বলেন, কোরক বিদ্যাপীঠের সাফল্য চলমান রাখতে আমি সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক মহলের কাছে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করি সকলে অতীতের মতো বিদ্যালয়ের মান্নোয়নে সতেষ্ট হবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।