৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

টেকনাফে ল্যাপটপ বিতরণকালে এমপি বদি

প্রাইমারী স্কুলে শিক্ষার মানোন্নয়নে সার্বিক পদক্ষেপ নেওয়া হবে

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি উপস্থিত হয়ে এসব ল্যাপটপ বিতরণ করেন।
৭ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ হলরোমে টেকনাফে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহে ল্যাপটপ বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হোসেন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শফিক মিয়া, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন। এতে উপজেলার প্রাথমিক শিক্ষায় সরকারের অবদান নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষায় শিক্ষক, বেঞ্চ, কর্মচারী এবং অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুর রহমান। এতে প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে শিশুদের শিক্ষার আসল ভিত্তি। এই ব্যাপারে সকল শিক্ষকদের আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। স্কুলের শিক্ষক সংকটের বিষয়ে তিনি জানান,বহিরাগত শিক্ষকরা নিয়োগ হয়ে এলাকায় আসার পূর্বেই বদলী হয়ে অন্যত্র চলে যান। তাই এই সংকট মোকাবেলা করতে হলে আমাদের শিক্ষিত ও যোগ্য ছেলে-মেয়ে গড়ে তুলতে হবে। আর যেসব স্কুলে পর্যাপ্ত বেঞ্চ ও ঘেরা-বেড়া নেই তা সমাধানের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রাইমারী স্কুল সমুহের শূন্য পদে দপ্তরী নিয়োগের বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়। পিএসসি পরীক্ষার জন্য সকলের সুবিধাজনক স্থানে আলাদা পরীক্ষা কেন্দ্র করার বিষয়ে সরকারের কাছে প্রস্তাবনা পেশ করা হবে বলে আশ্বস্থ করেন। এক কথায় অত্র উপজেলায় প্রাইমারী স্কুলের শিক্ষার মানোন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য,উপজেলার ৬৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আগেই ১৬টিতে এবং আজ ৩৪ টিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত ল্যাপটপ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় ল্যাপটপ বিতরণ করা যায়নি। শীঘ্রই এসব বিদ্যালয়ে বিদ্যুতায়ন করে ল্যাপটপ বিতরণ করে অত্র উপজেলার প্রাইমারী স্কুল সমুহকে তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বলে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।